Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার নীতিমালা:

সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার নীতিমালা:

হাদীস: তোমাদের থেকে যে কোনো অন্যায় দেখবে সে যেন তা পরিবর্তন করে।

 হাদীস:

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: ““তোমাদের থেকে যে কোনো অন্যায় দেখবে সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে, যদি সে না পারে তবে তার জিহ্বা দ্বারা, আর যদি সে তাও না পারে তবে তার অন্তর দ্বারা।আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়।সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা:

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় দেখবেএ সম্বোধন সকলের জন্যই। এটি পুরুষ ও নারী, ছোট ও বড় এবং যারা যে ব্যক্তি ও তোমাদের থেকেসম্বোধনের অন্তর্ভুক্ত হবে তাদের সবাইকেই শামিল করে। আর মুনকার হলো যা সত্ত্বাগতভাবে মন্দ এবং তা দুইভাবে জানা যায়: শরীয়তের নিষেধাজ্ঞা ও বিবেকের যুক্তি। তবে শরয়ী নির্দেশনা ছাড়া তাতে পাপের হুকুম প্রযোজ্য হয় না। আর সৎকাজ (المعروف) হচ্ছে তার বিপরীত, তবে বিষয়টি প্রবৃত্তি ও মনের চাওয়ার ওপর নির্ভরশীল নয়। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তনকারীর সামর্থ্যের ভিত্তিতে পরিবর্তন করার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। সুতরাং তিনি প্রথম স্তর দ্বারা শুরু করেছেন আর বলেছেন: “তার হাত দ্বারাহাতের দ্বারা পরিবর্তন হলো, যার ক্ষমতা রয়েছে তার জন্যে, অথবা যার সামর্থ্য রয়েছে তার জন্যে, যদি তা হিকমতের সঙ্গে প্রয়োগ হয় এবং তার ওপর অনুরূপ অন্যায় অথবা তার থেকে বড় অন্যায় সৃষ্টি না হয়। আর যদি সে তার হাত দ্বারা পরিবর্তন করতে সক্ষম না হয়, তবে তার ভাষা দ্বারা পরিবর্তন করবে। ভাষা হতে হবে উপযুক্ত নীতিতে, যে নীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়বে না অথবা তার ওপর তার থেকে বড় অন্যায় সৃষ্টি হবে না। আর যদি সে তার ভাষা দ্বারাও পরিবর্তন করতে সক্ষম না হয়, তবে সে পরিবর্তন করবে তার অন্তরের মাধ্যমে, অর্থাৎ যখন সে মুখ দ্বারা অন্যায়কে প্রতিহত করলে কোনো ক্ষতির আশঙ্কা করবে, তখন অন্তরে ঘৃণা করবে এবং তা অপছন্দ করবে ও তার প্রতি বিদ্বেষ পোষণ করবে। এর প্রেক্ষিতে আবশ্যক হয় যে, সম্ভব হলে অন্যায়ের স্থান থেকে সরে যাওয়া। আর তা-ই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ ঈমানের আলামতগুলো হতে এই আলামতের জন্যে এটিই হলো সবচেয়ে নিম্ন স্তর। কারণ, যে দায়িত্ব আঞ্জাম দেয়া সম্ভব তার ভেতর এটাই নিম্নস্তরের।  

 ফায়দাসমূহ:

1: হাদীসটি অন্যায় কাজকে প্রতিহত করার স্তরসমূহে একটি মূলনীতি

2: সাধ্যানুযায়ী মন্দকে বাধা প্রদান করা ওয়াজিব

3: অন্যায়কে প্রতিহত করার ক্ষেত্রে উপকরণসমূহ ব্যবহার করা

4: সৎকাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করার বিষয়টি দীনের ভেতর একটি বড় অধ্যায় তার দ্বারা দীন প্রতিষ্ঠিত সুগঠিত হয়

5: অন্যায়কে পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের সামর্থ্যের তারতম্যের প্রতি শরীআতের লক্ষ্য রাখা

6: অন্যায়ের শাস্তি জানার জন্যে কিতাব সুন্নাহর প্রতি ফিরে যেতে হবে, প্রবৃত্তির অনুসরণে নয়

7: কারো হাতে থাকা বা অধীনে থাকা ব্যক্তিগণকে সঠিক নির্দেশনা দেওয়া এবং অন্যায়কে প্রতিহত করা, যখন তাদের কাছ থেকে তা [অন্যায়] প্রকাশিত হয়

8: ঈমান হচ্ছে কয়েকটি স্তর: কথা, কাজ নিয়ত আর এতে অসংখ্য স্তর রয়েছে, যা বাড়ে কমে

ইংরেজি

Abu Sa‘īd al-Khudri (may Allah be pleased with him) reported: “I heard the Messenger of Allah (may Allah’s peace and blessings be upon him) say: ‘Whoever of you sees an evil, let him change it with his hand; and if he is not able to do so, then [let him change it] with his tongue; and if he is not able to do so, then with his heart — and that is the weakest level of faith.’”    

[Sahih/Authentic] - [Muslim]

ব্যাখ্যা

Abu Sa‘īd al-Khudri (may Allah be pleased with him) reported: “I heard the Messenger of Allah (may Allah’s peace and blessings be upon him) say: “Whoever of you sees an evil.” This is an address to all the people, including men and women, children and adults, and all that can be included under the statement: 'whoever of you'. Evil is all that is intrinsically regarded as such. It could be recognized by two tokens: being forbidden under Shariah, or proved as evil by reason. It does not entail a sin except in cases stated by the Lawgiver. Its opposite is what is right, and it is in no way subject to self-inclination or desires. Then the Prophet (may Allah’s peace and blessings be upon him) clarified the degrees of changing what is evil, which varies according to the ability of the person. He started with the first degree, which is to change with one’s hand, and it is for he who has authority or ability to change, provided that he uses wisdom and the change would not result into an equal or greater evil. If he cannot change it by his hand, he should change it by his tongue, which means that he should use a suitable non-provocative way that is not likely to lead to greater evil. If he still cannot change it with his tongue, he should change it by his heart. In other words, if he fears that his words would incur harm upon him, then he should disapprove, dislike, and hate such evil by his heart. This requires him to leave the place where evil is committed if he can. This degree, however, is the weakest form of faith, since this is the least thing one could do in this regard.    

1: The Hadīth is a principle in determining the degrees of changing evil.

2: It is obligatory for a Muslim to show disapproval of what is evil according to his capacity.

3: One should pursue all available means in changing what is evil.

4: The principle of enjoining what is good and forbidding what is evil enjoys a great status in Islam, to which it acts as a backbone and mainstay.

5: The Shariah pays attention to the variance of people’s ability in changing evil.

6: The Qur’an and Sunnah should be the reference for knowing the punishment committing what is evil. Such matter is not subject to following personal inclinations.

7: One should guide those under his care and change the evil when they commit it.

8: Imān (faith) has categories: statements, deeds and intentions. It is of degrees that increases and decreases


(ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে📚 এখানে পাবেন🎶প্রচুর অডিও সিরিজ🎶100 এর বেশী শায়খ ভিত্তিক অডিও 90 এর উপর 🎶বিষয় ভিত্তিক অডিও🌎অডিও কুরআন এবং অনলাইনে অডিও শুনুন🎶এছাড়াও বিষয় ভিত্তিক ভিডিও,♂সহীহ-সুন্নাহ-ভিত্তিক ইউটিউব চ্যানেল,ইসলামিক পত্রিকা 📚 and অনেক জানা-অজানা-আর্টিকল 📚 বিষয় ভিত্তিক সিরিজ আকারে http://islamicebookandpic.in/ ইসলামিক গালারি 👇বিশেষ দ্রস্টব্যঃ-👇 ওয়েবসাইট sarolpoth.blogspot.com/ ইসলামিক সমস্থ প্রগ্রাম একসাথে পেতে http://salafimp3web.blogspot.com/👉 অডিও সমাহার👈 👉 https://salafi-pdfbooks.blogspot.com/ সমস্ত ইসলামিক বই👆

Post a Comment

0 Comments