🔘রোযার নিয়ত কিভাবে করতে হবে? 🔘

🔘রোযার নিয়ত কিভাবে করতে হবে? 🔘

🔘রমযান মাসে রোযা থাকা ফরয আপনার যদি রাতের বেলা নিয়ত থাকে যে, আজ আপনি রোযা থাকবেন, অথবা সাহরীর সময় উঠে খাওয়া-দাওয়া করেন এবং মনে মনে চিন্তা করেন যে, আজ আমি রোযা থাকবো, তাহলেই আপনার নিয়ত করা হয়ে যাবে রোযার নিয়তের জন্যে কোন দুয়া পড়তে হবেনা রোযার নিয়ত হিসেবে সাহরী ইফতারীর ক্যালেন্ডার বা বিভিন্ন ধর্মীয় বই-পুস্তকে যে দুয়ানাওয়াইতুয়ান আসামু গাদামান...”, এই দুয়া ক্বুরআন হাদীসের কোথাও নাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু লাইহি ওয়া সাল্লাম এই দুয়া পড়ে রোযার নিয়ত করতেন না এটা আমাদের দেশীয় মাওলানা সাহেবরা বানিয়ে নিয়েছেন, যা সুস্পষ্ট বিদআ আর বিদআ মানেই হলো পথভ্রষ্টতা বাতিল

রমযানের রোযার বাইরে আপনি যখন অন্য নফল, সুন্নত অথবা কাযা রোযা রাখবেন তখন আপনি রাতের বেলা বা ঘুম থেকে উঠে সাহরী খাওয়ার পরে মনে মনে ঠিক করে নেবেন, আজ আমি অমুক রোযা (বৃহস্পতিবারের সুন্নত রোযা, বিগত রমযানের কাযা রোযা, আরাফার সুন্নত রোযা...) রাখবো

🔘উল্লেখ্যঃ নফল বা সুন্নত রোযার জন্য কেউ যদি পূর্ব থেকে নিয়ত করে না রাখেন, আর ঘুম থেকে উঠে ফযরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও রোযা থাকার নিয়ত করতে পারবে তবে, ফযর হওয়ার যতক্ষণ সময় পরে নিয়ত করবেন, সময়টকুর জন্য নিয়ত না থাকার কারণে ততটুকু অংশের সওয়াব মিস করবেন তবে শর্ত হচ্ছে সময়ে রোযা ভংগকারী কোন কাজে লিপ্ত হওয়া যাবেনা অনুরূপভাবে, ইফতারির জন্যে কোন নিয়তের দুয়া নেই ইফতারি শুরুর পূর্বে শুধুমাত্রবিসমিল্লাহবলে খাওয়া শুরু করবেন

(ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে📚 এখানে পাবেন🎶প্রচুর অডিও সিরিজ🎶100 এর বেশী শায়খ ভিত্তিক অডিও 90 এর উপর 🎶বিষয় ভিত্তিক অডিও🌎অডিও কুরআন এবং অনলাইনে অডিও শুনুন🎶এছাড়াও বিষয় ভিত্তিক ভিডিও,♂সহীহ-সুন্নাহ-ভিত্তিক ইউটিউব চ্যানেল,ইসলামিক পত্রিকা 📚 and অনেক জানা-অজানা-আর্টিকল 📚 বিষয় ভিত্তিক সিরিজ আকারে http://islamicebookandpic.in/ ইসলামিক গালারি 👇বিশেষ দ্রস্টব্যঃ-👇 ওয়েবসাইট sarolpoth.blogspot.com/ ইসলামিক সমস্থ প্রগ্রাম একসাথে পেতে http://salafimp3web.blogspot.com/👉 অডিও সমাহার👈 👉 https://salafi-pdfbooks.blogspot.com/ সমস্ত ইসলামিক বই👆

Post a Comment

0 Comments