🔷সেহরী খাওয়ার ফযীলত
🔷সেহরী খাওয়ার ফযীলত:
➡আনাস ইবনে মালিক(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরী খাও। কেননা, সেহরীতে বরকত নিহিত আছে। (বুখারী ১৯২৩, মুসলিম ২৬০৩, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ), (১০৫৬)
➡ইবনে উমার(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাদের প্রতি করুণা
বর্ষণ করেন, যারা সেহরী খায়, আর ফিরিশতাবর্গও তাদের জন্য দু’আ করে থাকেন।
(ত্বাবারানীর আওসাত্ব ৬৪৩৪, ইবনে হিব্বান ৩৬৬৭, সহীহ তারগীব ১০৫৩)
➡আমর বিন আস(রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম ও কিতাবধারীদের (ইয়াহুদী ও খ্রিষ্টানদের) সিয়ামের মধ্যে পার্থক্য
হচ্ছে, সেহরী খাওয়া। (মুসলিম ২৬০৪)বনে হিব্বান ৩৪২৯, সহীহ তারগীব ১০৬৫ নং)
0 Comments