রুকিয়াহ ক্যাটাগরি: পার্ট 3
৩. কিভাবে রুকিয়াহর গোসল করবেন।
ভূমিকা:
✍তেলাওয়াতকৃত পানির দিয়ে গোসল করাকে বলা হয় রুকিয়াহ গোসল।
রুকিয়াহ গোসলের পানি প্রস্তুতের জন্য পানির কাছে মুখ লাগিয়ে তেলাওয়াত করতে হবে।
তেলাওয়াত করার সময় একটু পর পর ফুঁক দিতে হবে (কিছুটা থুথুর ছিটাসহ) রুকিয়াহ গোসল
যদি প্রতিদিন করা হয় তাহলে ইনশা-আল্লাহ পজেটিভ রেসাল্ট পাওয়া যাবে। যদি রোগ বেশি
হয় তাহলে রোগমুক্তির আগ পর্যন্ত নিয়মিত রুকিয়াহ গোসল চালিয়ে যাওয়া উচিৎ।
🔴রুকিয়াহর গোসল কিভাবে করতে হবে?
✍শাইখ আব্দুল আযীয বিন বায শাইখ(রহঃ) গোসলের নিয়ম বর্ণনা করেছেন। যথা:
১. সূরা ফাতিহা
২. আয়াতুল কুরসী
৩. সূরা আরাফের ১০৬-১২২ নং আয়াত
৪. সূরা ইউনুসের ৭৯-৮২ নং আয়াত
৫. সূরা ত্বহা এর ৬৫-৬৯ নং আয়াত
৬. সূরা কাফিরুন
৭. সূরা ইখলাস [৩ বার]
৮. সূরা ফালাক [৩ বার]
৯. সূরা নাস [৩ বার]
সাথে কিছু দোয়া যেমন-
🔴৩ বার বলবে,
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِ وَأَنْتَ الشَّافِيْ لَا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
🔴উচ্চারণঃ আল্লা-হুম্মা রাব্বান না-স, আয্হিবিল বা-'স, ইশ্ফি, ওয়া আনতাশ শা-ফী, লা- শিফা- আ ইল্লা- শিফা-উকা, শিফা-আন লা- ইউগা-দিরু সাক্বমা।
✍অর্থঃ হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, অসুবিধা দূর করুন, সুস্থতা দান করুন, আপনিই শিফা বা সুস্থতা দানকারী, আপনার শিফা (সুস্থতা প্রদান বা রোগ নিরাময়) ছাড়া আর কোনো
শিফা নেই, এমনভাবে শিফা দান করুন যার পরে আর কোনো অসুস্থতা-রোগব্যাধি
অবশিষ্ট থাকবে না। [বুখারীঃ ৫৭৪৩]
🔴৩ বার বলবে,
بِسْمِ اللّٰهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللّٰهُ يَشْفِيْكَ، بِاسْمِ اللّٰهِ أَرْقِيْكَ.
🔴উচ্চারণঃ বিসমিল্লা-হি আর্ক্কীক, মিন কুল্লি শাইয়িন ইউ’যীক, মিন শার্রি কুল্লি নাফসিন আউ আইনিন ‘হা-সিদিন, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আর্ক্কীক
✍অর্থঃ আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, সকল কিছু থেকে যা তোমাকে কষ্ট দেয়, সকল প্রাণী ও হিংসুক চক্ষুর অনিষ্ট থেকে, আল্লাহ তোমাকে রোগমুক্ত করবেন, আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুক করছি। [মুসলিমঃ ২১৮৬]
🔴জাদুতে আক্রান্ত রোগীর ওপর অথবা কোনো একটি পাত্রে পানি নিয়ে
উপরে উল্লিখিত আয়াত এবং দোয়া সমূহ পড়ে ফুঁ দেবে। এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি
সে পানি পান করবে, আর অবশিষ্ট পানি দিয়ে গোসল করবে। প্রয়োজন মতো এক বা
একাধিকবার এরকম করলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে। [মাজমুউল ফাতওয়া লিবনি বায; ৮/১৪৪]
🔴রুকিয়াহর পানি গরম করবে না বা সেখানে অন্য পানি মেশাবে না।
আশা করা যায়, প্রথম গোসলেই জাদু নষ্ট হয়ে যাবে। আর এভাবে কয়েকদিন গোসল
করলে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে উঠবে। [কালো যাদুকরের গলায় ধারালো তরবারী: ২১৪]
৩. কিভাবে রুকিয়াহর গোসল করবেন এই খানেই শেষ। এডিটরঃ আমি রাসিকুল
ইসলাম।
সুন্নাহ-তে বর্ণিত রুকিয়াহ সমূহ part 02
Ruqiyah Category: Part 3
3. How to perform Rukia's Ghusl.
Introduction:
✍Ghusl with recited water is called Ruqyah Ghusl. To prepare Ruqyah bath water, one should recite Tilawat with the face close to the water. While reciting it should be blown a little (with some spitting) If Ruqyah Ghusl is done daily then Insha-Allah positive results will be obtained. If the disease is severe then regular Ruqyah ghush should be continued until the disease is cured.
How to bath Rukia?
✍Shaykh Abdul Aziz bin Baz Shaykh (RA) described the rules of bathing. Namely:
1. Surah Fatiha
2. Ayatul Kursi
3. Verses 106-122 of Surah Araf
4. Verses 79-82 of Surah Yunus
5. Verses 65-69 of Surah Taha
6. Surah Kafirun
7. Surah Ikhlas [3 times]
8. Surah Falaq [3 times]
9. Surah Nas [3 times]
Along with some prayers like-
Say 3 times
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِ وَأَنْتَ الشَّافِيْ لَا شِفَاءَ إِلاَّ شِفَاوُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمً
🔴Pronunciation: Allah-humma rabban na-s, azhibil ba-s, ishfi, wa antash sha-fee, la- shifa-a illa- shifa-uka, shifa-an la- yuga-diru saqma.
✍Meaning: O Allah, O Lord of mankind, remove hardships, grant health, You are the one who heals or heals, there is no other healing except Your Shifa (providing health or curing disease), grant healing in such a way that no sickness-disease remains. will not be [Bukhari: 5743]
Say 3 times
بِسْمِ اللّّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ, مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ, اللّهُ يَشْفِيْكَ, بِاسْمِ اللّّهِ أَرْقِيْكَ.
🔴Pronunciation: Bismillah-hi arqiq, min kulli shayin u'ziq, min sharri kulli nafsin au ainin 'ha-sidin, Allah-hu yashfiq, bismillah-hi arqiq
✍Meaning: In the name of Allah, I sweep you away from everything that troubles you, from the evils of all animals and envious eyes, may Allah free you from disease, in the name of Allah I sweep you away. [Muslim: 2186]
🔴 The above mentioned verses and prayers will be recited and blown on the patient affected by magic or in a container with water. The bewitched person will then drink the water, and bathe with the remaining water. By doing this one or more times as needed, the patient will be cured by God's will. [Majmool Fatwa Libni Baz; 8/144]
🔴 Do not heat the water of Ruqyah or mix it with other water. Hopefully, the magic will wear off in the first bath. And if you bathe like this for a few days, inshallah the patient will recover. [Sharp sword at black magician's throat: 214]
3. This is the end of how to bathe Rukia.
Editor: I am Rasiqul Islam.
0 Comments