🔴৪. রুকিয়াহ
করে কি পারিশ্রমিক নেওয়া যায়?
ইমাম
ইবনু তাইমিয়্যা রহিমাহুল্লাহ বলেন, “রুকিয়াহ করে
বিনিময় নেওয়ায় কোনও আপত্তি নেই। এ বিষয়ে ইমাম আহমাদ রহিমাহুল্লাহ-এর সুস্পষ্ট
অভিমত রয়েছে।' [ইমাম ইবনু তাইমিয়্যা, ফাতাওয়া
আল-কুবরা, ৫/৪০৮]
🔴প্রমাণস্বরূপ আমরা আবু সাঈদ(রাঃ)
থেকে বর্ণিত পূর্বের হাদীসটি স্মরণ করতে পারি। হাদীসটি আবারও বিশদভাবে তুলে ধরা হল, রাসূল(ﷺ)-এর সাহাবিদের
এক জামাআত সফরে ছিলেন; তারা আরবের একটি জনবসতিতে অবতরণ করলেন। তারা
জনপদবাসীকে মেহমানদারীর অনুরোধ করলেন, কিন্তু
জনপদবাসী সাহাবিদের আপ্যায়ন করল না।
🔴ইতোমধ্যে তাদের গোত্রপ্রধানকে সাপ দংশন করল। তখন তারা
বলল, আপনাদের মাঝে কি কোনও রক্বী আছে? কারণ
আমাদের জনবসতির প্রধান সাপের দংশনের শিকার এবং জাদু দ্বারা আক্রান্ত। জামাত থেকে
বলা হলো, 'হ্যাঁ আছে। তবে আপনারা আমাদেরকে আপ্যায়ন করেননি।
সুতরাং আগে আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করুন, তারপর
রুকিয়াহ করব। তারা একপাল মেষ নির্ধারণ করল। তখন একজন সাহাবি সূরা ফাতিহা পড়ে গোত্রপ্রধানকে রুকিয়াহ করলেন। গোত্রপ্রধান ধীরে ধীরে
সুস্থ হয়ে গেলেন; ফলে সাহাবিদেরকে এক পাল মেষ দেওয়া হলো।
তখন আবার সাহাবিগণ পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, আগে রাসূল(ﷺ)-কে বিষয়টি
বলি। তারা রাসূল (ﷺ)-এর কাছে এলেন।
রক্বী রাসূল (ﷺ)-কে বললেন ইয়া
রাসূলুল্লাহ! ওয়াল্লাহি! আমি শুধু সূরা ফাতিহা পড়ে তাকে রুকিয়াহ করেছি। রাসূল
সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম সব শুনে হেসে বললেন, “কে বলেছিল তোমাকে, এটা রুকিয়াহ?
আচ্ছা! তাদের থেকে সেগুলো গ্রহণ করো এবং আমাকেও সেখান থেকে একটি অংশ দিয়ো।'
ইমাম নবাবি রহিমাহুল্লাহ বললেন,এ হাদীস সুস্পষ্ট করে দিয়েছে যে, কোনও ধরণের অপছন্দনীয়তা ছাড়াই ফাতিহা ও কুরআন দ্বারা রুকিয়াহ করে
পারিশ্রমিক নেওয়া হালাল। [নববি, শারহু সহীহ মুসলিম:১৪/১৮৮]
🔴রুকিয়াহ করে অর্থ-গ্রহণ বৈধ হলেও
রক্বী ভাই-বোনদের এতটুকু লক্ষ রাখা কর্তব্য যে, কুরআন মাজীদ সকলের জন্য এবং তা কোনও পার্থিব সম্পদ নয়। সুতরাং টাকার
অভাবে কেউ যেন শারঈ চিকিৎসা রুকিয়াহ থেকে বঞ্চিত না হয়। যদি অর্থের কারণে কাউকে
রুকিয়াহ থেকে বঞ্চিত করা হয়, নিঃসন্দেহে এ হবে চরম গর্হিত
কাজ। কুরআনকে আল্লাহ তাআলা সার্বজনীন হিসেবে উল্লেখ করে বলেন,
إِنْ هُوَ
إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
✅অর্থঃ “কুরআন
হলো বিশ্ববাসীর জন্য যিকর।' [সূরা সোয়াদ ৩৮:৮৭]
উল্লেখ্য
যে, উপরিউক্ত হাদীসে রাসূল(ﷺ) মেষপালের একটি অংশ চেয়ে প্রশ্নকারী সাহাবিগণকে বোঝালেন যে, এই উপটৌকন হালাল হওয়ার বিষয়ে কোনও
সন্দেহ নেই।
✅রুকিয়াহ ফলপ্রসূ হওয়ার পূর্বশর্ত রুকিয়াহ হলো সরাসরি আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান গ্রহণের একটি মাধ্যম। সুতরাং রুকিয়াহর ফল পেতে হলে রক্বীকে আল্লাহ তাআলার আদেশ-নিষেধের বিধানগুলো মেনে চলতে হবে। রক্বীর জন্য অবশ্যপালনীয় কিছু বিধান নিচে উল্লেখ করা হলো:
🔴১.সমস্ত গাইরে মাহরামের সাথে
শারীয়ার হিজাবের বিধান মেনে চলুন এবং দৈনন্দিন জীবনে সকল ইসলামি বিধি-বিধানকে
প্রাধান্য দিন;
🔴২.কুফুরি তাবিজ এবং এ-জাতীয় কোনও
শিরকি বা বিদআতি চিকিৎসা গ্রহণ করলে তা আগে বর্জন করুন এবং আল্লাহর প্রতি
বিশ্বাসকে সুদৃঢ় রাখুন;
🔴৩.নিয়মিত ঘরে সূরা আল-বাকারাহ'র আমল জারি রাখুন;
🔴৪.পরিবার পরামর্শভিত্তিক পরিচালনা
করুন। পারিবারিক গোলযোগের কারণে সন্তান
মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলতে পারে। পরে সব দোষ পড়ে জ্বিনের ঘাড়ে!
🔴৫.আপনার সন্তানকে সঠিক সময়ে বিয়ে
দিন। অবৈধ সম্পর্ক ভেঙে গেলে অনেক ক্ষেত্রে মানুষ (বিশেষত মেয়েরা) ভারসাম্য
হারিয়ে ফেলতে পারে। ছেলে-মেয়েরা অবৈধ সম্পর্কে জড়ালে রহমত উঠে যায়; বিষগ্নতা সৃষ্টি হয়।
🔴৬.নারী হোন কিংবা পুরুষ! দৃষ্টি অবনত রাখুন। নারী হলে শারঈ পর্দার বিধান মেনে চলুন।
🔴৭.ঘরে কোনও ছবি, মূর্তি, ভাস্কর্য থাকলে আগে সরিয়ে ফেলুন। তা ছাড়া
রহমতের ফেরেশতা ঘরে আসবে না এবং রুকিয়াহ-তে কাজ হবে না।
রক্বীকে আল্লাহর আদেশ-নিষেধ পালনের পাশাপাশি সামাজিকভাবেও সচেতন হতে হবে। যেমন ক্যান্সার, সিজোফ্রেনিয়া বা কোনও জটিল রোগে শুধু ঝাড়ফুঁকের পরামর্শ না দিয়ে রক্বী যেন রোগীকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। অনেক সময় দেখা যায় কুকুর কামড়ালে মানুষ হুজুরের কাছে যায়; আবার সাপের দংশনে অনেকেই ওঝার কাছে যায়। রক্বীর কর্তব্য হলো তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, তারা যেন কুরআন-সুন্নাহর আমলের পাশাপাশি তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হয়।
এই খানেই শেষ। এডিটরঃ আমি রাসিকুল ইসলাম।
এইগুলি নেওয়া হয়েছে IRD,(আলহাদিস প্রজেক্সট PVT রুকিয়াহ অ্যাপস থেকে।
🔴 4. Ruqiyah can be payment?
Imam Ibnu Taymiyyah Rahimahullah said, "There is no objection to exchange by doing Ruqyah. Imam Ahmad Rahimahullah has a clear opinion on this matter. [Imam Ibn Taymiyyah, Fatawa al-Kubra, 5/408]
🔴 As evidence we can recall the earlier hadith narrated by Abu Saeed (RA). The hadith is again elaborated, a congregation of the Companions of the Prophet (ﷺ) was on a journey; They landed at a settlement in Arabia. They asked the townspeople for hospitality, but the townspeople did not entertain the Companions.
🔴Already their tribal chief was bitten by a snake. Then they said, do you have any Rakwi? Because our population is prone to snake bites and witchcraft. It was said from the congregation, 'Yes, there is. But you did not entertain us. So fix the remuneration for us first, then I will perform Ruqyah. They determined a flock of sheep. Then one of the Companions recited Surah Fatiha and made Ruqyah to the tribal chief. The chief gradually recovered; As a result, the companions were given a flock of sheep.
Then again the Companions refused to accept the payment and said, first tell the matter to the Prophet (ﷺ). They came to the Prophet (ﷺ). Rakbi said to the Prophet (ﷺ) O Messenger of Allah! Wallahi! I only recited Surah Fatiha and made Ruqiyah to him. The Messenger of Allah, may God bless him and grant him peace, laughed and said, "Who told you that this is Ruqyah?" Well! Take it from them and give me a share from it.'
Imam Nawabi Rahimahullah said, This hadith makes it clear that it is halal to take the reward of ruqyah by Fatiha and Quran without any kind of dislike. [Nababi, Sharhu Sahih Muslim:14/188]
🔴Accepting money through Ruqyah is legal, but the Rakwi brothers and sisters must keep in mind that the Qur'an is for everyone and it is not a worldly wealth. So no one should be deprived of Shariah treatment Ruqiyah due to lack of money. If one is deprived of ruqyah because of money, it will undoubtedly be an extremely shameful act. Referring to the Qur'an as universal, Allah says,
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
Meaning: "The Qur'an is a remembrance for the people of the world." [Surat al-Sawad 38:87]
Note that in the above hadith, the Prophet (ﷺ) explained to the Companions who asked for a portion of the flock that there is no doubt that this tip is halal.
Ruqiyah is a prerequisite for the success of Ruqiyah. Therefore, to get the results of Ruqyah, the Rakwi must follow the commandments and prohibitions of Allah Ta'ala. Mentioned below are some of the mandatory provisions for Rakhi:
🔴1. Comply with Sharia Hijab rules with all other mahrams and prioritize all Islamic rules in daily life;
🔴2. If you accept Kufuri amulets and any such shirk or heretical treatment, discard it first and keep your faith in Allah strong;
🔴 3. Continue the practice of Surah Al-Baqarah regularly at home;
4. Manage family consultation. Due to family disturbances, the child may lose mental balance. After all the blame falls on the neck of the jinn!
5. Get your child married at the right time. In many cases, people (especially girls) can lose balance when an illicit relationship breaks up. If the boys and girls are involved in illicit relations, the mercy goes away; Depression occurs.
6. Be a woman or a man! Keep your eyes down. If you are a woman, follow the Sharia veil rules.
🔴 7. If there is any picture, statue, sculpture in the house, remove it first. Without it the Angel of Mercy will not come to the house and Ruqyah will not be performed.
Apart from obeying Allah's commandments, Rakwi must also be socially aware. For example, in cancer, schizophrenia or any complex disease, Rakvi should advise the patient to go to the doctor instead of just giving advice. Many times it is seen that people go to Huzur when bitten by a dog; Again many go to Ojha due to snake bites. The duty of the rakhi is to give them the right advice, that they seek medical help immediately in addition to the practices of the Qur'an and Sunnah. .
0 Comments