জ্বীনের বাসস্থান। |
মানুষের বসবাসের স্থানে সাধারণত জ্বীন
থাকে না। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের
কাছ থেকে দুরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জ্বীন মানুষের সাথে লোকালয়ে
থাকে, যেমনঃ
ক্বারীন জ্বীন।এক হাদিস থেকে জানা যায়, জ্বীনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে
পছন্দ করে, যেখানে
মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার
জায়গাগুলোতে জ্বীনদের অবাধ বিচরণ।
❑হযরত যাঈদ
বিন আরকাম(রা) হতে বর্ণিত। রাসুল(সা) বলেন:
নোংরা জায়গা গুলো জ্বিন শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব, পায়খানায় যায় সে যেন এই দো 'আ পড়ে(আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল
খুবুসি অল খবায়িস) হে আল্লাহ আমি আশ্রয় পার্থনা করছি দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট নারী জ্বিনের
অনিষ্ট থেকে।
❑প্রস্রাব পায়খানা যাবার সময় কোন ব্যক্তি এই দো 'আটি পাঠ করলে, তার ও
জ্বিনদের মধ্যে আড়াল সৃষ্টি হয়।ফলে জ্বিনরা তার লজ্জাস্থান এবং নগ্ন অবস্থায় দেখতে
পায়না।
❑“এই জায়গাগুলোতে(পায়খানা এবং প্রস্রাব করার জায়গা) জ্বীন এবং শয়তানরা অবাধে বিচরণ করে।তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে, সে যেন বলে-‘আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি’।”
(আহমেদ ইবনে হাম্বল, ‘পবিত্রতা’ খন্ড, ৪/৩৬৯)
❑জিনমানুষের থেকে ভিন্ন প্রকৃতির জীব এবং
আকাশ, পৃথিবী–উভয় স্থানেই জিনদের বিচরণ রয়েছে। [সুরা আস সফফাত ৩৭:৬-৭; সুরা নামল
২৭:৩৮-৪০]
তাদের অবস্থান বাথরুম,কবরস্থান,সমুদ্র
হয়।(আবু দাউদ ১ম খন্ড ৪/৬ নং পৃষ্ঠা]
❑বাসস্থানের
বেলায় জ্বীনেরা পছন্দ করে:
১.বায়তুল খালা, ২.পশুঘর, ৩.নোংরা নালা, জলাশয়, ৪.প্রাচীন বৃক্ষ, ৫.বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ,
৬.বড় গাছ(এক প্রকারের বৃক্ষ যাতে লাল বর্ণের দড়ির ন্যায় অতি সরু মূল বের হয়
যার নাম বটবৃক্ষ) ৮.আনার বৃক্ষ, ৯.ধ্বংসস্তপ ও বিরানভূমি, ১০.নদী-নালা, ১১.শ্মশান ও বিরান এলাকা, ১২.গহীন বন জঙ্গল, ১৩.সামুদ্রিক দ্বীপ, ১৪.পর্বত, ১৫.দুই পর্বতের মধ্যবর্তী উপত্যকা,
১৬.অনাবাদী গৃহ, ১৭.যেসব গৃহ প্রায় বন্ধ থাকে, ১৮.বিভিন্ন স্থলজ সৃষ্টি যেমন সাপ-ইদুর প্রভৃতির গর্তে, ১৯.কাফেরদের পূজার স্থানসমূহ(মন্দির, গির্জা প্রভৃতি), ২০.আবাদি ভূমির মধ্যবর্তী খালি স্থানসমূহ, ২১.পানি বা জলাশয়, ২২.গন্ধ নোংরা পানির ঝিল, ২৩.ভূমির নিম্নাঞ্চল। এসব স্থান ছাড়াও গ্রামীণ এলাকায় এমন বহু স্থান আছে, যেখানে এ অদৃশ্য অপশক্তির বিচরণ লক্ষ্য করা যায়। [আবূ দাউদ: ২৬৩০]
❑পরবর্তি পোস্ট জ্বীনের খাবার। the author &editor: rasikulindiawebsite: sarolpoth.blogspot.com
0 Comments