❑জ্বীন ও অন্যান্য প্রাণীর মধ্যে সম্পর্ক:
❑জ্বীন ও অন্যান্য প্রাণীর মধ্যে সম্পর্ক:
মানুষ ছাড়াও অন্যান্য কিছু প্রাণী জ্বীনের উপস্থিতি
সম্পর্কে জানতে পারে। হাদীসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসুল(সঃ) বলেছেন-
নবী করীম (ছাঃ) বলেছেন, ‘তোমরা মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে কারণ
সে ফেরেশতা দেখেছে। আর গাধার ডাক শুনলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। কেননা সে
শয়তান প্রত্যক্ষ করেছে’। [বুখারী,৬/৩৫০. মুসলিম: ১৭/৪৭), ৬৮১৩-(৮২/২৭২৯),
6671, 6725,2729]
জ্বীনদের চলাচলের সময়:
জাবির ইবনে আব্দুল্লাহ(রাঃ) থেকে বর্ণিত আছে, রাসুল(সঃ) বলেছেন-
“যখন রাত নামে(সন্ধ্যার শুরুতে) তোমাদের সন্তানদের ঘরের বাইরে
যেতে বারণ কর। কারণ শয়তান এই সময়ে বের হয়। এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও
এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ কর। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে
পানির পাত্রের মুখ বন্ধ কর। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো।
যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায়, তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে রাখো(কাঠ/বই ইত্যাদি)। এবং
রাতে শোবার সময়ে কুপি বাতি নিভিয়ে শুতে যেও।” (বুখারী, ১০/৮৮. মুসলিম ১৩/১৮৫)
❑ the author
&editor: rasikulindiawebsite: sarolpoth.blogspot.com
❑next Post..
❑জ্বীন যদি অন্য রুপ ধারন করে তাহলে ৩ বার নিষেধ করবে।
0 Comments