প্রশ্ন : নতুন বাড়িতে ওঠার সময় আমাদের আসলে কী করা উচিত?
উত্তর : নতুন বাড়িতে ওঠার
আগে সমস্ত বেদআত থেকে বেরিয়ে এসে বেশি বেশি দোয়া করবেন। নতুন বাড়ি কিংবা নতুন
জায়গায় রাসুল (সা.) যখন যেতেন তখন তিনি বিসমিল্লাহ বলতেন। এরপর রাসুল (সা.) দোয়া
করতেন। বেশি বেশি দোয়া করতেন।
এর জন্য অনেক দোয়া আছে।
এসব দোয়াগুলো সাতবা কিংবা আরও বেশি পড়তে পারেন। এইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন।
রাসুল (সা.) এর পথ অনুসরণ
করুন। উত্তম হচ্ছে সুরা বাকারা পড়া,
কিংবা বাকারার শেষ দুই
আয়াত পড়া কিংবা আয়াতুল কুরসি পড়া। এইগুলো সুন্নাহর বিষয়।
নতুন বাড়িতে উঠতে মিলাদের
কোনো প্রয়োজনীয়তা নেই।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
0 Comments