প্রশ্ন : আমি এক আলেম থেকে শুনেছি, আজরাইল নামের কোনো ফেরেশতার নাম নেই। মূল নাম হলো—মালাকুল মউত। আমার প্রশ্ন
হলো, আজরাইল শব্দটি কোথা থেকে এলো? আর আজরাইল শব্দের অর্থ কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আলেমের কাছে শুনেছেন—আজরাইল নামের কোনো শব্দ নেই।
এই কথাটি তথ্যগত দিক থেকে
সঠিক নয়। এবার আসি মালাকুল মউত নিয়ে। মালাকুল মউত কোরআন ও হাদিসে অনেক এসেছে। যার
অর্থ মৃত্যুর ফেরেশতা।
তবে, স্পষ্ট করে মৃত্যুর ফেরেশতার নাম কোরআনে উল্লেখ করা হয়নি। তাই
আমরা স্পষ্ট নাম জানি না।
বাকি মিকাইল, ইসরাফিল, জিবরাইল এই নামগুলো
হাদিসে এসেছে। তাই আমরা সেটা জানি। বাকি আজরাইল শব্দটি রেওয়াতে এসেছে।
বনি ইসরাইল থেকে অনেক
রেওয়াতে আজরাইল শব্দটি এসেছে। যেহেতু এটি রেওয়াতে এসেছে তাই এটা সঠিকভাবে বলা যাবে
না যে—আজরাইল নামক কোনো শব্দই নেই।
আশা করি বুঝতে পেরেছেন।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
0 Comments