আল্লাহ তাআলা
বলেছেন, ‘যদি তোমাদের জানা না থাকে, আহলুজ জিকির তথা জ্ঞানীদের জিজ্ঞেস করো।’ (সুরা
নাহল : ৪৩)
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তিকে ফতোয়া দেয়া হয় ...।
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তিকে অজ্ঞতা প্রসূত ফতোয়া দেয়া হয় তার পাপ ফাতাওয়াদানকারীর উপর বর্তাবে।
সুলাইমানের বর্ণনায় রয়েছেঃ
যে ব্যক্তি তার ভাইকে ক্ষতিকর পরামর্শ দেয়, অথচ সে জানে যে,
কল্যাণ তার বিপরীতে রয়েছে তাহলে সে তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকাত করলো।
[সুনান আবূ দাউদ (তাহকিককৃত ৩৬৫৭, ইবনু মাজাহ; হাদীস সম্ভার: ১৫৭৯; হাকেম: ৩৫০, সহীহুল জামে: ৬০৬৮)]
0 Comments