Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল।।

রমজান মাসে ইবাদতের নেকি কি 70 গুন: - শাইখ মতিউর রহমান মাদানী (হাফিঃ)

https://www.tumblr.com/rasikulindia/775251386084605952/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C-%E0%A6%A8-%E0%A6%AE-%E0%A6%B8-%E0%A6%87%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%A8-%E0%A6%95-%E0%A6%95-70-%E0%A6%97-%E0%A6%A8-%E0%A6%B6-%E0%A6%87%E0%A6%96-%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%89%E0%A6%B0

প্রশ্ন : রমজান মাসে যদি কেউ নফল সালাত আদায় করে, তাহলে সে ফরজ সালাতের সওয়াব পাবে। আর যদি কেউ ফরজ সালাত আদায় করে তাহলে সে ৭০টি ফরজ সালাত আদায়ের সওয়াব পাবে। এই হাদিসটি কি সহিহ ?

উত্তর:- এই মর্মে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, তা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। কারণ, আমরা জানি যে রমজান মাসে বা অন্যান্য সময় আল্লাহ বান্দার ইবাদতগুলোকে ১০ গুণ থেকে ৭০০ গুণ বৃদ্ধি করে দেন। তাই রমজান মাসের ইবাদতকে সুনির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ করা হয়নি। আর এই সীমাবদ্ধ করার বিষয়টি রাসুল (সা.) হাদিস দ্বারা বোঝা যাচ্ছে না।

with_ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ আল মাদানি(হাফিঃ)

সিয়াম রমজান মাসে যে কোনও ইবাদত ৭০ গুণ বৃদ্ধি করা হয়”- এ কথা কতটকু সঠিক?

_“রমজান মাসে যে কোনও ইবাদত ৭০গুণ বৃদ্ধি করা হয়” এটি ভিত্তিহীন কথা। তবে এ ধরণের একটি হাদিস পাওয়া যায় কিন্তু তা মুনকার বা মারাত্মক দুর্বল।

__তা হল, “যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করেন, সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ সম্পাদন করল।”

[এ হাদিসটি মুনকার: জঈফ আত্ তারগীব ৫৮৯, ইবনে খুযায়মাহ্ ১৮৮৭, শু‘আবূল ঈমান ৩৩৩৬]

_কারণ এর সানাদে ‘আলী ইবনে যায়দ ইবনে জাদ্‘আন একজন দুর্বল রাবী] আল্লাহু আলাম

প্রশ্ন: রমাযানে নফল ইবাদত করলে কি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়?

_উত্তর: রমাযানে নফল ইবাদত করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়- এ কথা হাদিস সম্মত নয়। অনুরূপভাবে রমাযানে একটি নফল অন্যান্য মাসে ফরজের সমান সওয়াব অথবা রমাযানে একটি ফরজ অন্যান্য মাসে সত্তরটি ফরজের সমান মর্মে বর্ণিত হাদিসটি জঈফ বা দুর্বল।

__উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

Post a Comment

0 Comments