❒ গণতন্ত্রের বিধান কী? 2

❒ গণতন্ত্রের বিধান কী?
----------------------------------

উত্তর দিচ্ছেন — ইয়েমেনের মুহাদ্দিছ ও ফাক্বীহ আশ-শাইখ আল-আল্লামাহ ইমাম আবূ ‘আব্দুর রহমান মুক্ববিল বিন হাদী আল-ওয়াদি‘ঈ (রহিমাহুল্লাহ)।

نص السؤال:ما رأيك في الديمقراطية في اليمن؟

نص الإجابة:الديمقراطية كفر، لأن الله عز وجل يقول في كتابه الكريم: " إن الحكم إلا لله ".
ويقول: " ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون " .
ويقول: " أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون " .

ولسنا في حاجة الديمقراطية، بل دين الإسلام سوى بين المسلمين وآخى بينهم، والنبي -صلى الله عليه وعلى آله وسلم- يقول: «المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا -ويشير إلى صدره ثلاث مرات- بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم، كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه».

فلسنا محتاجين إلى الديمقراطية، فإن معناها: حكم الشعب نفسه بنفسه، أي: لا كتاب ولا سنة، والله عز وجل قد ضمن الكتاب والسنة من الخطأ، فالنبي -صلى الله عليه وعلى آله وسلم- يقول كما في < صحيح مسلم > من حديث جابر: « وقد تركت فيكم ما لن تضلوا بعده إن اعتصمتم به كتاب الله »

ويقول سبحانه وتعالى: " إن هذا القرءان يهدي للتي هي أقوم " .

والديمقراطية هي التصويت بالإباحية، فقد صوتوا في بعض بلاد الكفر أنه يجوز للرجل أن يتزوج بالرجل، فالديمقراطية مسخ، وتجعل الصالح والفاسق سواء، والله سبحانه وتعالى يقول: " أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون " ، وتجعل المرأة والرجل سواء والله عز وجل يقول: " وليس الذكر كالأنثى " ، وقال: " تلك إذا قسمة ضيزى " لمن نسب إلى الله الإناث، ونزه نفسه منهن.

❒ প্রশ্ন:
ইয়েমেনে গণতন্ত্রের ব্যাপারে আপনার অভিমত কী?
❒ উত্তর:
গণতন্ত্র কুফর। কেননা মহান আল্লাহ তাঁর সম্মানিত কিতাবে বলেছেন, “বিধান দেওয়ার কর্তৃত্ব কেবল আল্লাহরই।” [সূরা আন‘আম: ৫৭; সূরা ইউসুফ: ৪০ ও ৬৭] তিনি আরও বলেছেন, “আল্লাহ যা নাযিল করেছেন, সে অনুযায়ী যারা বিচার-ফায়সালা করে না তারাই কাফির।” [সূরা মায়েদাহ: ৪৪] তিনি আরও বলেছেন, “তারা কি তবে জাহিলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী ক্বওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম?” [সূরা মায়েদাহ: ৫০]

আমাদের গণতন্ত্রের প্রয়োজন নেই। বরং দ্বীনে ইসলাম মুসলিমদের মধ্যে শান্তিস্থাপন করেছে এবং তাদেরকে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ করেছে। নাবী (ﷺ) বলেছেন, “এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না। ‘তাকওয়া এখানে’, এ কথা বলে রাসূল (ﷺ) তিনবার তাঁর বুকের দিকে ইঙ্গিত করলেন। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার ভাইকে হেয় জ্ঞান করে। একজন মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জান, মাল ও ইজ্জত (সম্মান) হারাম।”
[সহীহ মুসলিম, হা/২৫৬৪; ‘সদ্ব্যবহার’ অধ্যায়; পরিচ্ছেদ- ১০]

আমরা গণতন্ত্রের মুখাপেক্ষী নই। কেননা এর অর্থ হল—জনগণ কর্তৃক নিজেই নিজের বিচার-ফায়সালা করা। অর্থাৎ, ক্বুরআনও নেই, সুন্নাহও নেই। অথচ মহান আল্লাহ ক্বুরআন ও সুন্নাহর ত্রুটিমুক্ত হওয়ার নিশ্চয়তা দিয়েছেন। নাবী (ﷺ) বলেছেন, যেমনটি সহীহ মুসলিমে জাবির (রাদ্বিয়াল্লাহু ‘আনহু)-র হাদীসে বর্ণিত হয়েছে, “আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি– যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।” [সহীহ মুসলিম, হা/১২১৮; ‘হাজ্জ’ অধ্যায়, পরিচ্ছেদ- ১৯]

আর মহান আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই এই ক্বুরআন এমন একটি পথ দেখায়, যা সবচেয়ে ন্যায়সঙ্গত ও সঠিক।” [সূরা ইসরা: ৯]

গণতন্ত্র হল হারামকে হালাল করার ব্যাপারে ভোটদান করার প্রক্রিয়া। কিছু কাফির রাষ্ট্রে তারা (গণতন্ত্রপন্থীরা) এই মর্মে ভোটাভুটি করেছে যে, একজন পুরুষের জন্য আরেকজন পুরুষকে বিয়ে করা বৈধ! গণতন্ত্র কুৎসিত ও বিকৃতি। গণতন্ত্র সৎ ও পাপাচারীকে সমান গণ্য করে। অথচ মহান আল্লাহ বলেছেন, “যে ব্যক্তি মুমিন, সে কি ফাসেক্ব ব্যক্তির (অবিশ্বাসী এবং পাপীর) মত? তারা সমান নয়।”
[সূরা সাজদাহ: ১৮]

গণতন্ত্র নারী ও পুরুষকে সমান গণ্য করে। অথচ মহান আল্লাহ বলেছেন, “আর পুরুষ নারীর মত নয়।” [সূরা আলে ইমরান: ৩৬]

যারা (মক্কার মুশরিকরা) কন্যাসন্তানদেরকে আল্লাহর দিকে সম্পৃক্ত করেছিল এবং নিজেদেরকে তাদের থেকে মুক্ত ঘোষণা করেছিল, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেছেন, “এটাতো তাহলে এক অসঙ্গত বণ্টন!” [সূরা নাজম: ২২]
.❒ রেফারেন্স:
তুহফাতুল মুজীব, পৃষ্ঠা: ২২২; গৃহীত: www.muqbel.net/fatwa.php?fatwa_id=609
❒ অনুবাদঃ ইছলাহ্ টিম।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
► আপনার যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ও পরবর্তী আপডেট পেতে পেজটি লাইক দিয়ে রাখুন। কেননা রাসূল (সাঃ) বলেছেন,
“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম/২৬৭৪,৬৮০৪]
► ইছলাহ্ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
► https://www.facebook.com/ichlah/