আমরা যদি ভাল মানুষ হই..শায়খ সালেহ ফাওযান বলেছেন,
শায়খ সালেহ ফাওযান বলেছেন,
🔴আমরা যদি ভাল মানুষ হই,
আল্লাহ তা"আলা আমাদের একজন ভাল শাসক দিবেন।
------------- ------------
জনগন যেমন সরকার তেমন:
==========================
জনগন যদি ন্যায় পরায়ন ও সত্যবাদী হয়, তবে তাদের শাসকও হবে ন্যায়পরায়ন ও সত্যবাদী।
আল্লাহ তা"আলা আমাদের একজন ভাল শাসক দিবেন।
------------- ------------
জনগন যেমন সরকার তেমন:
==========================
জনগন যদি ন্যায় পরায়ন ও সত্যবাদী হয়, তবে তাদের শাসকও হবে ন্যায়পরায়ন ও সত্যবাদী।
শায়খ আবদুর রহমান বিন সা'দী (রহ.) বলেন, মানুষের মাঝে যদি জালেমের সংখ্যা বেশী হয়, তারা অধিকহারে ফাসাদ ও অন্যায়-অপকর্মে জড়িত হয়ে পড়ে, তারা ওয়াজিব বা আবশ্যক অধিকার সমূহ আদায় না করে... তবে তাদেরকে শাস্তি দেয়ার জন্য তাদের উপর জালেম শাসক চাপিয়ে দেয়া হবে।
তখন তারা তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করবে। ওরা আল্লাহর অধিকার ও বান্দাদের যে সকল অধিকার নষ্ট করেছিল, তার চেয়ে বেশী তাদের অধিকার এই জালেম শাসকরা তাদের থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নিবে।
আল্লাহ বলেন,
{ وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ} [الأنعام: 129]
আমার রীতি হচ্ছে.. এই ভাবে প্রত্যেক জালেমের জন্য তার মতই আরেক জালেমকে সঙ্গী বানিয়ে দেই, সে তাকে অন্যায়-অনাচারে সহযোগিতা করবে, উদ্বুদ্ধ করবে। কল্যাণ ও ভালো কাজ থেকে বিরত রাখবে এবং দূরে সরিয়ে রাখবে।
আল্লাহ বলেন,
{ وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ} [الأنعام: 129]
আমার রীতি হচ্ছে.. এই ভাবে প্রত্যেক জালেমের জন্য তার মতই আরেক জালেমকে সঙ্গী বানিয়ে দেই, সে তাকে অন্যায়-অনাচারে সহযোগিতা করবে, উদ্বুদ্ধ করবে। কল্যাণ ও ভালো কাজ থেকে বিরত রাখবে এবং দূরে সরিয়ে রাখবে।
এটা তাদের কর্মদোষের ফলে আল্লাহর পক্ষ থেকে ইহকালিন শাস্তি...পরকালিন শাস্তি তো আছেই। (আন'আম: ১২৯)
শায়খ সালেহ ফাওযান বলেছেন, তোমরা যেমন চরিত্রের মানুষ হবে, তোমাদের শাসকও তেমন হবে।
হে আল্লাহ তুমি আমাদের সার্বিক অবস্থা সংশোধন করে দাও....।
এমন লোকের হাতে আমাদের কর্তৃত্ব সমর্পণ করো না, যে তোমাকে ভয় করে না এবং আমাদের উপর দয়া করবে না।
এমন লোকের হাতে আমাদের কর্তৃত্ব সমর্পণ করো না, যে তোমাকে ভয় করে না এবং আমাদের উপর দয়া করবে না।
কপি ফ্রম শাইখ আব্দুল্লাহ আল কাফি।
প্রচারেঃ-সৌদি আরব-The Land Of Tawheed🇸🇦♥
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।