মূর্তিপূজক থেকে মুহাদ্দিস।..

মূর্তিপূজক থেকে মুহাদ্দিস।.......



➖➖➖➖➖📖➖➖➖➖➖

ব্রাহ্মন পরিবারের ছেলে বঙ্কে লাল ১৮ বছর বয়সেই ইসলাম গ্রহন করেন। ধর্মীয় বিষয়ে জানার প্রচুর আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই প্রথমে মদীনা বিশ্ববিদ্যালয় থেকে হাদীস বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর। এরপর মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
এবার তিনি তার জীবনের ১৫ বছর ব্যয় করলেন ‘আল জামি আল হাদিসিস সহীহিস শামিল’ নামে শুধু সহীহ হাদীস সংকলনের কিতাবের পেছনে। যাতে রয়েছে ১৬ হাজার হাদীস এবং তা ২০০ টি হাদীসের গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। যার মধ্যে এক হাদীস দুইবার নেই।
এছাড়াও তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, হিন্দি ভাষায় ‘ইসলামী বিশ্বকোষ’ এবং ‘কম্পারেটিভ স্টাডি অন জুদাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইন্ডিয়ান রিলিজিওনস’। তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ছিল ‘দি জাজমেন্ট অফ দি প্রফেট’। ইসলাম গ্রহণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন ‘গঙ্গা টু জমজম’।
আল্লাহ্ তার নেক কাজগুলো কবুল করুন এবং তাকে তার কাজের উত্তম প্রতিদান দান করুন।সুম্মা আ-মীন
প্রচারেঃ-সৌদি আরব-The Land Of Tawheed🇸🇦
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

Post a Comment

0 Comments