Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

নেশাখোর স্বামীর আনুগত্য করতে হবে? আপনার জিজ্ঞাসা | পর্ব ২৩০২ 2019

  • ■ স্বামীর আনুগত্য করা প্রত্যেক নারীর কর্তব্য। তাহলে যে স্বামী নেশাপানি করে, নামাজ পড়ে না, নফল ইবাদত করতে বাধা দেয়, তাহাজ্জুদ নামাজও পড়তে দেয় না। বলে ‘আমার সাথে ঘুমিয়ে থাকলে তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে’, এ সময় তাঁর কথাই মানতে হবে? যদি তাই-ই হয়, তাহলে আমরা নফল সওয়াব কীভাবে অর্জন করব? ■ সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি? ■ মৃত ব্যক্তির দেহে ফুল, ফুলের মালা দেওয়া হয়, একের অধিক জানাজা পড়া হয়। ইসলামের দিক থেকে এগুলো কেমন? ■ মাসিক হলে আমরা যদি কাপড় পানি দিয়ে ধুয়ে ফেলি, তাহলে কি হবে? নাকি পানি দিয়ে ধোয়া কাপড় অন্য জায়গায় লাগলে নাপাক হবে? কাপড় প্রতিদিন পাউডার দিয়ে ধোয়া লাগবে, নাকি এক সপ্তাহ পর যদি পাউডার দিয়ে ধুয়ে ফেলি তাহলে হবে? অন্য জায়গায় লাগার ক্ষেত্রে আমরা কী করতে পারি? কোরআন-হাদিসে কীভাবে বোঝানো হয়েছে? ■ আমাদের এলাকায় প্রায় ৯৮ ভাগ খতিব সবাই একটি মাজহাবের দাবিদার। তাঁরা সবাই এই বলে নামাজ শিক্ষা দেন যে নামাজের বিছানায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু… এই দোয়া পড়তে হবে, নাওয়াইতুয়ান উছাল্লিয়া.. এই নিয়তে পড়তে হবে, দুজন মুসলিমের মাঝখানে ফাঁকা করে দাঁড়াবে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া হারাম ও গুরুতর অপরাধ, রুকুর সময় দুই পায়ের মাঝে মাথা নিচু করে তাকাবে, রুকু থেকে উঠে না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাবে। এসব বিধান কি ঠিক আছে?
  • Post a Comment

    0 Comments