এ প র্বে র স ব প্র শ্ন ■ রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কি না, আর সাপোজিটর ব্যবহার করা যাবে কি না? ■ গত অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে ব্যবহৃত স্বর্ণের পরিমাণ ৫০ ভরি হলেও তার ওপর জাকাত আসবে না। কিন্তু আমরা জানি যে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার বেশি থাকলেই জাকাত দিতে হবে। বিষয়টি বুঝিয়ে বলবেন? ■ আমার ব্যাংক অ্যাকাউন্টে ৮৫ হাজার টাকার মতো আছে। যদি আমার কখনো বিপদ-আপদ হয়, তখন আমি এই টাকা ব্যবহার করার উদ্দেশ্যে জমা রেখেছি। এ ছাড়া আমার কোনো টাকা জমা নেই। এই টাকার ওপর আমার জাকাত আসবে কি না? ■ নারীরা যে একটি জায়গায় সম্মিলিতভাবে তালিম করে, চিল্লা দেয়, এ ধরনের চিল্লা দেওয়া জায়েজ আছে কি না? ■ কোন মসজিদের আজান শুনে ইফতারি করতে হবে? নিজের মসজিদের নাকি অন্য মসজিদের বা ইফতারির সময় দেখে? ■ স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কি না? ■ নামাজে হাত কোথায় বাঁধতে হবে? ■ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কি আল্লাহতায়ালা বান্দাদের পান করাবেন, নাকি রাসূল (সা.) তাঁর উম্মতদের পান করাবেন? ■ সাধারণত আমরা ইফতারের আগে অজু করে নিই। আর ইফতারের পর কুলি করে নিই। কিন্তু ইফতারির পরেও যদি দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে থাকে, তাহলে কি নামাজে কোনো সমস্যা হবে? ■ নারীরা ঘরে একাকী নামাজ পড়ার সময় যদি হালকা আওয়াজ করে পড়েন, তাহলে কি কোনো সমস্যা হবে? ■ নামাজের মাঝে অজু নষ্ট হয়ে গেলে কীভাবে বাকি নামাজ আদায় করব? ■ অনেকের কাছে শুনি যে দস্তরখানায় খাবার খাওয়ার সওয়াব নাকি অনেক বেশি। কথাটি কি ঠিক? ■ নারী-পুরুষের নামাজের পদ্ধতি কি একই রকম, নাকি ভিন্ন? ■ সিগারেট নেশাজাত দ্রব্যের মধ্যে পড়ে কি না? ■ আমি একজন ব্যাংকার। সুদি ব্যাংকে চাকরি করা বৈধ কি না? সহিহ হাদিস অনুসারে জানতে চাই। ■ কোরআনের আয়াতসহ কোনো তাবিজ কি আমি শরীরে রাখতে পারব? ■ অনেক বইয়ে লেখে, ৬০ বছরের পরে রোজা আল্লাহ মাফ করে দেন। এ ব্যাপারে একটু জানতে চাই। ■ তারাবির নামাজেরও কি উমরি কাজা পড়া উচিত? ■ একজন গরিব মানুষের কাছে এক লাখ টাকা আছে আর সে অন্যের বাড়িতে কাজ করে। তাঁর এই টাকার ওপর জাকাত আসবে কি না, আর সে অন্যের কাছ থেকে জাকাত গ্রহণ করতে পারবে কি না? ■ কোনো শিশুর নামে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি তাকে জাকাত দিতে হবে? ■ সম্মিলিত মোনাজতের পরে কিছু শিরনি বা খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। এ ধরনের দোয়ায় অংশগ্রহণ করা যাবে কি না? NTV Popular Islamic Show | Apnar Jiggasa | In Bengali : আপনার জিজ্ঞাসা | Episode :03 | Guest: Dr. Mohammad Saifullah | Presenter: Joynul Abedin Azad| Produced
0 Comments