Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব 2250

মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা কি বেদাত? | ■ ফজরের নামাজের সময় যদি মসজিদে আসতে আসেতে জামাত শুরু হয়ে যায়, তাহলে কি আমরা সুন্নত না পড়ে জামাতে শামিল হব, নাকি আগে সুন্নত আদায় করব? যদি জামাতে শামিল হয়ে পরে সুন্নত পড়ি তাহলে কোনো সমস্যা হবে কি? যদি প্রিতিদিন এমন হয়, তাহলে কোনো সমস্যা হবে কি? ■ সূর্যোদয়ের সময় নামাজ পড়া যায় না সেটা আমরা জানি। কিন্তু সূর্যোদয়ের কয় মিনিট পর আমরা কাজা নামাজ পড়তে পারব? আর সূর্য ওঠার কয় মিনিট আগে আমরা নামাজ পড়া বন্ধ করব? ■ আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, প্রতি ওয়াক্তের নামাজ শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন। আমার প্রশ্ন হলো এটা কি ইসলামের দিক থেকে শুদ্ধ? ■ মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা কি বেদাত? ■ মুসলিম ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা কি বেদাত? ■ ঝড় তুফনের সময় হৈচৈ করা ও আওয়াজ করে লোকদের ডাকাডাকি করা, ঢাকঢোল পেটানো, এ কাজগুলো কি বেদাত? ■ রাসূল (সা.) এর জীবনিতে পড়েছি, তাঁর জন্মের সময় বিবি হাজেরা, সারা এরা এসেছিলেন জান্নাত থেকে। এ ধরণের কথা কি ঠিক?

Post a Comment

0 Comments