Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা পর্ব ২২৫২

বুড়ো মানুষ নাকি বেহেশতে যেতে পারবে না? | আপনার জিজ্ঞাসা |পর্ব ২২৫২
■ বুড়ো মানুষ নাকি বেহেশতে যেতে পারবে না, এমন কথা কি ঠিক? ■ আমার বয়স ২১। আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি তখন থেকেই ভিন্নরকম রোগের সূত্রপাত। সেটা হলো, সবসময় মাথার ভেতর ভনভন লাগা, মাথার মধ্যে একটা জাম লাগা, মাথায় অস্বস্তি কাজ করা। এর ফলে আমার সব কাজে ব্যাঘাত ঘটে, আমি কোনো প্রেশার নিতে পারি না। এসএসসিতে আমাকে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক নিয়ে প্রেশারলেস থাকতে বলেছে ডাক্তার। এখন অনেকটা ভালো আছি। তবুও পুরো সুস্থ না। এখনো রোগটা ৭০% রয়ে গেছে। ডাক্তার সঠিকভাবে কিছু বলতে পারেনি। রোদ বা গরম লাগলে এই রোগ পাঁচ, ছয়গুণ বেড়ে যায়, মাথা একদম কাজ করে না। এই রোগের জন্য কি দোয়া আছে, কী করলে মুক্তি পেতে পারি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। ■ ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাত পা নাড়িয়ে কথা বলার খারাপ অভ্যাস আছে এবং সেটি এখনো আছে। এর জন্য আমি কী করতে পারি? ■ কিছুদিন আগে এক বন্ধুর কাছ থেকে আমি জানতে পারি, যদি কেউ বাসা থেকে বাইরে দূরে কোথাও যায় এবং সারাদিনের জন্য নামাজ আদায়ের সুযোগ না পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে সকালে যাত্রা শুরু করার আগেই বাসায় জোহর, আছর, মাগরিবের নামাজ অগ্রিম আদায় করে নিতে পারবে। আমি আরো শুনেছি কেউ বাসা থেকে দূরে বেড়াতে গেলে নামাজ কসর করতে পারবে। এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন? ■ উয়াইস করনি সম্পর্কে জানতে চাই। শুনেছি উহুদের মাঠে রাসুল (সা.)-এর দাঁত ভেঙ্গে যাওয়ার পর উয়াইস করনি তার সব দাঁত একটি একটি করে উঠিয়ে ফেলেন। এই ঘটনা কি সত্যি?

Post a Comment

0 Comments