Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৯১

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন Guest: Dr. Mohammad Motiul Islam
 রজব ও শাবান মাসের সহিহ আমল কী? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৯১
এ প র্বে র স ব প্র শ্ন ■ রজব ও শাবান মাসের ফজিলত সম্পর্কে সহিহ আমল কী? ■ নামাজের সময় সুরা ধারাবাহিকভাবে পড়তে হয়, অর্থাৎ প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস পড়লে দ্বিতীয় রাকাতে সুরা ফালাক বা সুরা নাস পড়তে হবে, আগেরগুলো পড়া যাবে না। এটি কি ঠিক? ■ রুকুর পর আবার হাত বাঁধতে হবে? তারপর সেজদায় যেতে হবে? ■ মেয়েরা কি নামাজে ইকামত বলবে? ■ বিতর নামাজ কি কাজা পড়তে হয়? ■ মেয়েরা মারা যাওয়ার পর মসজিদে ঘোষণা দেওয়া কি ঠিক? ■ যারা মেয়ে শিশুদের যৌন নির্যাতন করে তারা আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাবে? আল্লাহ যেন ওই সব পিশাচদের মাফ না করেন। শিশুগুলোর কি কোনো গুনাহ হবে? ■ গোসলের আগে-পরে অজু না করেও কীভাবে গোসল করলে অজু হয়ে যাবে? ■ ‘একজন মা তার সন্তানদের খাবার রান্না করছি বলে শুধু পানি ফোটাচ্ছিলেন চুলায়। বাচ্চা দুটি খাবারের আশায় থেকে থেকে এক সময় ঘুমিয়ে পড়ল। ওমর (রা.) ঘরের বাইরে থেকে সবটা শুনলেন ও তাদের জন্য নিজে পিঠে করে খাবার নিয়ে এলেন।’ এ ঘটনা কি সহিহ?

Post a Comment

0 Comments