নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন Guest: Dr. Mohammad Rafiqul Islam
মোবাইলে বিয়ে করা কি জায়েজ ? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭১
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমি মোবাইলের মাধ্যমে আমার এক বন্ধুর বোনকে পছন্দ করে বিয়ে করি। প্রথমে আমার পরিবারের কারোর এই বিয়েতে মত ছিল না। পরে আম্মা রাজি হন। বিয়েতে বাংলাদেশে আমার আম্মা, শ্বশুর, আমার ছোট ভাই ও মেয়ের বড় বোন কাজি অফিসে উপস্থিত ছিলেন। আমি ফ্রান্সে থাকি, আমার কাছে কেউ উপস্থিত ছিল না। ফোনে আমাকে বলা হয়েছে আমি কি এই বিয়েতে রাজি? আমি বলেছি রাজি, তারপর কবুল বলেছি, আমার স্ত্রীও কবুল বলেছে। এখন আমার প্রশ্ন হরো—আমার বিয়ে কি বৈধ হয়েছে? কাবিনের কাগজে এখনো আমি স্বাক্ষর করিনি। এমতাবস্থায় আমরা কি এক অপরের জন্য হালাল হয়েছি? ■ চেহলাম, চল্লিশা এগুলো আমাদের গ্রামে হচ্ছে এবং যদি কাউকে বলা হয় এগুলো করো না, হাদিস কোরআনে কোনো দলিল নেই, তারপরও না শুনে সেগুলো করছে। এর সাথে মিলাদেরও দাওয়াত দেয়। এখানে কি আমার যাওয়া উচিত? ■ চেহলামে আত্মীয়দের কাপড় দেওয়া হয়। শরিয়তের দিক থেকে এটি কতটা সঠিক? ■ কেউ যদি হাসি, মজা করে মিথ্যে কথা বলে, যেমন : স্কুল খোলা আছে, কিন্তু সে বলছে বন্ধ আছে। এটা কি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে এর জন্য কি সাজা হবে? ■ আমার দাঁড়ি বাম গালের থেকে ডান গালে অনেক বেশি। এখন দুই গালে যাতে ভালো করে দাঁড়ি ওঠে তার জন্য কি আমি দাঁড়ি কামাতে পারব নাকি যেমন আছে তেমনি রাখব? ■ আমার ডাক নাম রুপু। এটি কি ইসলামিক নাম? এই নাম কি রাখা যাবে? ■ আমি আমার পরিবারের সবচেয়ে ছোট ছেলে। আমি সাধ্যমতো ইসলাম পালনের চেষ্টা করি। আমার আব্বু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, পাশাপাশি শেয়ার ব্যবসাও করেন। সুদভিত্তিক অনেক ব্যাংকেই তার টাকা জমা আছে। আমি আব্বুকে সুদের ব্যাপারে সুন্দরভাবে বুঝিয়েছি এবং একদিন বলেছিলাম সুদের টাকাগুলো দান করে দিতে। আমার বাবা বাড়ি করছেন। বাড়ির টাকা হালাল, হারাম উভয় উৎস থেকেই আসে। এই বাড়িতে থাকা বা এর উত্তরাধিকার হওয়া কি আমার জন্য জায়েজ হবে? ■ জায়নামাজে দোয়া ও নিয়ত পড়া কি বেদাত? যদি বেদাত হয় তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম জানালে খুব উপকৃত হব।
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমি মোবাইলের মাধ্যমে আমার এক বন্ধুর বোনকে পছন্দ করে বিয়ে করি। প্রথমে আমার পরিবারের কারোর এই বিয়েতে মত ছিল না। পরে আম্মা রাজি হন। বিয়েতে বাংলাদেশে আমার আম্মা, শ্বশুর, আমার ছোট ভাই ও মেয়ের বড় বোন কাজি অফিসে উপস্থিত ছিলেন। আমি ফ্রান্সে থাকি, আমার কাছে কেউ উপস্থিত ছিল না। ফোনে আমাকে বলা হয়েছে আমি কি এই বিয়েতে রাজি? আমি বলেছি রাজি, তারপর কবুল বলেছি, আমার স্ত্রীও কবুল বলেছে। এখন আমার প্রশ্ন হরো—আমার বিয়ে কি বৈধ হয়েছে? কাবিনের কাগজে এখনো আমি স্বাক্ষর করিনি। এমতাবস্থায় আমরা কি এক অপরের জন্য হালাল হয়েছি? ■ চেহলাম, চল্লিশা এগুলো আমাদের গ্রামে হচ্ছে এবং যদি কাউকে বলা হয় এগুলো করো না, হাদিস কোরআনে কোনো দলিল নেই, তারপরও না শুনে সেগুলো করছে। এর সাথে মিলাদেরও দাওয়াত দেয়। এখানে কি আমার যাওয়া উচিত? ■ চেহলামে আত্মীয়দের কাপড় দেওয়া হয়। শরিয়তের দিক থেকে এটি কতটা সঠিক? ■ কেউ যদি হাসি, মজা করে মিথ্যে কথা বলে, যেমন : স্কুল খোলা আছে, কিন্তু সে বলছে বন্ধ আছে। এটা কি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে এর জন্য কি সাজা হবে? ■ আমার দাঁড়ি বাম গালের থেকে ডান গালে অনেক বেশি। এখন দুই গালে যাতে ভালো করে দাঁড়ি ওঠে তার জন্য কি আমি দাঁড়ি কামাতে পারব নাকি যেমন আছে তেমনি রাখব? ■ আমার ডাক নাম রুপু। এটি কি ইসলামিক নাম? এই নাম কি রাখা যাবে? ■ আমি আমার পরিবারের সবচেয়ে ছোট ছেলে। আমি সাধ্যমতো ইসলাম পালনের চেষ্টা করি। আমার আব্বু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, পাশাপাশি শেয়ার ব্যবসাও করেন। সুদভিত্তিক অনেক ব্যাংকেই তার টাকা জমা আছে। আমি আব্বুকে সুদের ব্যাপারে সুন্দরভাবে বুঝিয়েছি এবং একদিন বলেছিলাম সুদের টাকাগুলো দান করে দিতে। আমার বাবা বাড়ি করছেন। বাড়ির টাকা হালাল, হারাম উভয় উৎস থেকেই আসে। এই বাড়িতে থাকা বা এর উত্তরাধিকার হওয়া কি আমার জন্য জায়েজ হবে? ■ জায়নামাজে দোয়া ও নিয়ত পড়া কি বেদাত? যদি বেদাত হয় তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম জানালে খুব উপকৃত হব।
0 Comments