নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আলোচোখ- ডাঃ Guest: Mohammad Rafiqul Islam|
নবী (সা.) তাহাজ্জুদের প্রথম দুই রাকাতে কোন সুরা পড়তেন? |আপনার জিজ্ঞাসা| পর্ব ২২৭২
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমার ছোট ছোট কিছু গহনা মিলিয়ে নয় ভরির মতো স্বর্ণ আছে। কিন্তু কিছু গহনা সবসময় ব্যবহার করি আবার কিছু ব্যবহার করা হয় না। কীভাবে জাকাত দেব? ■ নবী (সা.) তাহাজ্জুদের নামাজের প্রথম দুই রাকাত ছোট সুরা দিয়ে পড়তেন। কোন কোন সুরা দিয়ে পড়তেন? ■ আমার শ্বশুড়বাড়ি অনেক দূরে। সকালে বের হলে মাগরিব হয়ে যায়। তখন জোহর ও আছরের নামাজ কীভাবে আদায় করব? ■ সালাম ফেরানোর আগে অনেক দোয়া আছে। সেগুলো কি এক এক সময় এক একটা পড়তে হয় নাকি সব এক সাথে পড়তে হয়? ■ নবী (সা.) কোন দোয়াগুলো হাত তুলে করতেন? ■ রাফ'উল ইয়াদাইন কি তৃতীয় ও চতুর্থ রাকাতে করতে হয় না? ■ আমি আপনাদের দোয়ায় ২০১১ সালে হজ করতে পেরেছি। আমি কোরআন, নামাজ, দোয়া, তাজবিহ সব পড়ার চেষ্টা করি এবং প্রতি সোমবার রোজা রাখি। আমার ছেলে উপযুক্ত বয়সের। সে আমাকে দিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলায়। যদি না বলি তাহলে আমাকে টর্চার করে। এতে আমার ও আমার ছেলের কতটুকু গুনাহ হবে? ■ ব্যাংকে আমার দুটি ডিপিএস আছে, দুটিই ইসলামি ব্যাংকে। আমার আত্মীয়রা বলেন, সুদ ছাড়া নাকি কোনো ব্যাংক হয় না, কোনো ব্যাংকে ডিপিএস করা যাবে না। তাদের এই উক্তি কি ভুল? এই ব্যাংকে ডিপিএস করা কি ইসলাম বিরোধী হয়েছে? ■ আমার শাশুড়ি বেঁচে থাকতেই আমার শ্বশুর কাজের মহিলাকে বিয়ে করেন। এটি আমার স্বামী মানতে পারেননি, কিন্তু তাঁর সাথে খারাপ ব্যবহার করেন না। আমার শ্বশুরকে ছেলেরা আলাদা বাড়ি করে দিয়েছেন, সেখানে তিনি বউ নিয়ে থাকেন। আমার ভাসুরের বউ সেখানে যান, মাঝেমধ্যে আমার শ্বশুর সেখানে যেতে বাধ্য করেন। আর আমার স্বামী জীবিত অবস্থায় ওই বাড়িতে যেতে মানা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কী করব?
0 Comments