Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭০

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আলোচোখ- ডাঃ সাইফুল্লাহ মাদানি নতুন বাড়ি খালি রাখলে জীন পরী ওঠে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭০
এ প র্বে র স ব প্র শ্ন ■ কেউ যদি জামাতে চার রাকাত সালাতের মধ্যে শেষের এক রাকাত পায়,তাহলে বাকি সালাত কীভাবে পড়বে? আর যদি কেউ শেষের এক রাকাত পায়, সে কি বৈঠকে শুধু আত্যাহিয়্যাতু পড়েই বসে থাকবে, নাকি আরো দরুদ শরিফ ও দোয়া পড়তে পারবে? ■ কেউ যদি কোনো রাস্তায় নামাজ পড়ে, সামনের লোকেরা বোরোনোর সময় কি সামনে দিয়ে আসতে পারবে, নাকি গুনাহ হবে? ■ কেউ যদি তাঁর স্ত্রীকে বলে যে ‘তুমি বাইরে বের হলে বোরখা পরবে’। সে তার স্বামীর কথা শোনে না, অনেক বুঝিয়েছে, তার পরও বুঝছে না। এখন কি তালাক দিতে হবে নাকি তার সঙ্গে সংসার করা যাবে? ■ সম্প্রতি আমরা একটি বাড়ি বানিয়েছি। বাড়ির ওই জায়গাটি আগে একটি ডোবা পুকুর ছিল। ভরাট করার প্রায় ২০ বছর পর বাড়িটি করেছি। এই মুহূর্তে পারিবারিক অসুবিধার কারণে নতুন বাড়িতে প্রবেশ করতে পারছি না। বাড়িটি খালি অবস্থায় পড়ে আছে প্রায় ৫/৬ মাস। এখনো নিয়ম নীতি অনুযায়ী বাড়ি বন্ধ করিনি। আমার প্রশ্ন হলো দীর্ঘদিন বাড়ি খালি অবস্থায় ফেলে রাখলে সেটা কি জীন পরিদের আবাসস্থলে পরিণত হবে? নতুন বাড়ি করার কত সময়ের মধ্যে বাড়ি বন্ধ করতে হয়? জিন পরিদের আসর থেকে নতুন বাড়ি রক্ষা করার কোনো আমল থাকলে দয়া করে জানাবেন। নতুন ঘর বন্ধ করার পদ্ধতি জানাবেন। ■ ফজরের নামাজ আমি ভোরে আদায় করতে পারি না। সকাল ৭/৮টার সময় পড়লে কি নামাজ শুদ্ধ হবে? আর জোহরের নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? ■ আমি স্বপ্নে দেখি বারবার পরীক্ষা দেই। কখনো অর্ধেক পরীক্ষায় পাস করি, কখনো অর্ধেক পরীক্ষায় ফেল করি। এমন কেন দেখি? স্বপ্নে পরীক্ষা দেখলে কী হয়? সঠিক ব্যাখ্যা পেলে উপকৃত হব। ■ আমি আজানের জবাব দেওয়ার যে ফজিলত, তা হাসিল করতে চাই। কিন্তু আমি কোনো একটি আজান পরিপূর্ণভাবে শুনতে পারি না, কারণ আমি যে এলাকায় থাকি সেখানে আধা কিলোমিটারের মধ্যে প্রতি ওয়াক্তে ছয়টি আজান শোনা যায়, যেখানে তিনটি হয় মসজিদ থেকে আর তিনটি হয় মসজিদ ভিন্ন অন্য প্রতিষ্ঠান থেকে। তাই একটি যায়গা থেকে আজানের এক বাক্য শোনা গেলে অন্যটি থেকে অন্য বাক্য ভেসে আসে। এতে কোনো একটি আজান পুরোপুরি শোনাও যায় না, ফলে উত্তর দেওয়ার ধারাবাহিকতাও রাখা যায় না। এ কারণে আজানের জবাব দেওয়ার ফজিলত হাসিল হয় কি না আমার জানা দরকার। তা ছাড়া আধা কিলোমিটারের মধ্যে বসবারতদের জন্য মাইকে প্রায় একই সময়ে এতগুলো আজান বাস্তবতা এবং পারিপার্শিকতা বিবেচনায় কতটুকু প্রয়োজনীয় এবং ইসলামের দৃষ্টিতে কতটুকু অনুমোদিত, সে বিষয়ে একটু আলোকপাত করবেন?

Post a Comment

0 Comments