Q ড. জাকির নায়েক, বমি হলে কি রোযা ভেংগে যায় ?
মুহাম্মাদ(স:) বলেছেন, ‘যদি কোন ব্যাক্তি অনিচ্ছাকৃত বমি করে তাহলে, তাকে সেটা পূরন করতে হবে না।কিন্তু যে ইচ্ছা করে বমি করে, তাকে পূরন করতে হবে’।
তিরিমিযী-রোযা-৭২০, সুনানে আবু দাউদ- রোযা ২য় খন্ড- ২৩৭৪
আরেকটি ব্যাপার হল, বমি যদি মুখের ভিতরে উঠে আসে এবং সেটা পুনরায় খেয়ে ফেলা হয়, তাহলেও রোযা ভেংগে যায়। অনুচ্ছাক্রত বমি আসলে, সেটা না খেয়ে বাহিরে ফেলে দিতে হবে।
0 Comments