Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪২

হজ করলে কি পেছনের বকেয়া নামাজ মাফ হবে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪২
আল কোরআনের মর্মবাণী কি অজু ছাড়া পড়লে চলবে? ■ টয়লেটে গিয়ে কি আল্লাহর নাম পড়া যাবে? বাথরুম কষা হলে তো আল্লাহর নাম অনেকে পড়ি। কষ্টের সময় আল্লাহর নাম না পড়ে কার নাম পড়ব? ■ কোনো হাদিসের বইয়ে আরবি লেখা আছে, সেটা কি অজু ছাড়া পড়া যাবে? ■ আমি আমার স্বামীর জন্য কীভাবে সদকা করব, যাতে তিনি উপকৃত হতে পারেন? ■ আমি যদি আমার এলাকার মসজিদে প্রয়োজনীয় সামগ্রী না দিয়ে অন্য এলাকার নতুন মসজিদের কাজে সদকা করি তাহলে কোনো সমস্যা আছে? নাকি নিজের এলাকার মসজিদেই সদকা করতে হবে? ■ মৃত ব্যক্তির পক্ষ থেকে বৃদ্ধদের বা এতিমদের খাবার বা কাপড় দিলে মৃত ব্যক্তি কি উপকৃত হবে? ■ আপনারা বলেন যে কাজা নামাজ নেই। তাহলে অনেকে শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করেন। বাকি ছয়দিনের নামাজ শুধু তওবা করলে মাফ হবে কি? এটা যদি হয়, তাহলে অনেকে ছয়দিনের নামাজ ছেড়ে শুধু জুমার নামাজই পড়বে। ■ অনেকে সারা জীবন নামাজ পড়েন না। শেষ জীবনে একবার হজ পালন করেন। তাদের পেছনের সমস্ত জীবনের নামাজ কি মাফ হয়ে যাবে? ■ কলেজ ও ভার্সিটির অনেক ছাত্র নামাজ পড়তে রাজি হয় না। তাদের মাঝেমধ্যে তওবা করলে হবে কি, যেহেতু শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন? NTV Popular Islamic Show | Apnar Jiggasa | In Bengali : আপনার জিজ্ঞাসা | Episode :2242 | Guest: Dr. Mohammad Saifullah | Presenter: Joynul Abedin Azad

Post a Comment

0 Comments