Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

জমির দালালি করা কি হালাল? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪৩

জমির দালালি করা কি হালাল? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪৩
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমার স্বামী একজন সামান্য চাকরিজীবী। অল্প টাকা বেতন পান এবং তা দিয়ে আমাদের সংসার চলে না। তাই বাধ্য হয়ে বাইরে কিছু করতে গিয়ে জমিজমার ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। যেমন যিনি জমি বক্রি করবেন তিনি বলে দেন আমার জমি এক কাঠা পাঁচ লাখ টাকা এভাবে চার কাঠা জমি ২০ লাখ টাকা দেবেন। বেশিতে যদি বিক্রি করতে পারেন সেটা আপনাদের। তারা দুই তিনজন মিলে ব্যবসা করেন। তাঁরা অনেক কষ্ট করে জমি কেনার পার্টি জোগাড় করেন। কিন্তু যিনি জমি কেনেন, তিনি জানেন না এরা কত ব্যবসা করছেন। এভাবে আমার স্বামী এখন অনেক টাকা উপার্জন করছেন। আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাইছি এই ব্যবসা কি হালাল বা বৈধ? মোটামুটি দালালি বা মধ্যসত্ত্বভোগের ব্যবসা। যদি ব্যবসাটা হালাল না হয়, ফাকিবাজির ব্যবসা হয়, তাহলে অবশ্যই জানিয়ে দেবেন, কারণ এটার ওপর আমার এবং সন্তানের হালাল বা পবিত্র রুজির প্রশ্ন জড়িত। ■ কেউ যদি নিজের ভুলের জন্য বারবার তওবা করার পরও অনেকবার বাচ্চা নষ্ট করার মতো মহাপাপ করে থাকে, তাকে কি আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তাঁকে কী করতে হবে? এমনকি সে রমজান মাসে রোজা মুখেও বাচ্চা নষ্ট করেছে। তাঁর ক্ষমা পাওয়ার সঠিক সমাধান দিলে উপকৃত হবো? ■ ঘরে বাদ্যযন্ত্র থাকলে বিক্রি করা নাকি ভেঙে ফেলা কোনটি উত্তম? ■ মৃতের কোন জিনিসগুলো ওয়ারিশদের মধ্যে বণ্টিত হয় না? ■ রক্ত ছয় মাস পর পর দেওয়া বা মৃত্যুর পর দেহের কিছু অংশ কাউকে দান করা- এ ব্যাপারে ইসলামি শরিয়াহ কী বলে? ■ হায়েজের শেষ দিকে শয়তান তলপেটে লাথি দিলে রগ ছিড়ে ইস্তেহাজা শুরু হয়, এমন বক্তব্য কি সহিহ? ■ হায়েজের সময় বদ জিনের দৃষ্টি পড়লে ওই নারীদের হায়েজের সময় পেটে ব্যথা হয় এবং হায়েজ অনিয়মিত হয়—এমন বক্তব্য কি সহিহ? ■ সালাম ফরাজি যার নাম, তাকে কি আব্দুস সালাম বলে ডাকতে হবে? ■ মৃতদের গোসল দেওয়ার সময় কোন স্থানগুলো দেখা বা স্পর্শ করা নিষেধ? ■ ফজর ও আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেলে কি ফজরের সুন্নত আর আসরের ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না? ■ সালাতুল হাজতে কোন কোন জিনিস চাওয়া নিষেধ?

Post a Comment

0 Comments