মহিলাদের মসজিদে তারাবীর নামাজ পড়ার অনুমতি প্রসংগে ডাঃ  জাকির 
নায়েকঃ  মুহাম্মাদ(সঃ)  বলেছেন, “নারী বান্দাদের মসজিদে যাওয়া থেকে বিরত রেখো না”।  বুখারী-সালাত-৮৩৪
“যদি নারীরা তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চায় এবং তখন যদি রাতও হয় তবুও তাদের যাওয়ার অনুমতি দাও”।বুখারী-সালাত-৮৬৫
ঈশার নামায বা কিয়ামুল লাইলের জন্যও  অনুমতি দিতে হবে।অন্যত্র বলা হয়েছে, “মুহাম্মাদ(সঃ)  তার
 পরিবারের সকলের সাথে ইফতার করতেন এবং সকলে একসাথে তারাবীর নামাজ আদায় 
করতেন।এভাবে তারা সাহরীর সময়ের প্রায় কাছাকাছি চলে যেতেন। আবু 
দাউদ-সালাত-১৩৭০
“নামাজে
 পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার। আর বালকদের জন্য উত্তম 
হোল শেষ কাতার।আর নারীদের জন্য সর্বোত্তম কাতার হোল শেষ কাতার আর 
বালকদের জন্য তাদের সামনের কাতার”।
মুসলিম-সালাত-৮৮১
সুতরাং নারীরা মসজিদে যেতে পারবে, সেটা রাত হলেও কিন্তু শর্ত সাপেক্ষে।
“ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং যৌনাংগের হেফাযত করে……..তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য পদচারনা না করে”।  
     সুরা নূর-৩১
“হে নবী! তোমার স্ত্রীদের, কন্যাদের ও মু’মিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের ওপর টেনে নেয়৷ ১১০ এটি অধিকতর উপযোগী পদ্ধতি, যাতে তাদেরকে চিনে নেয়া যায় এবং কষ্ট না দেয়া হয়৷ ১১১ আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়৷”      সুরা আল-আহযাব-৩৩/৫৯
সুতরাং মসজিদে যেতে হলে এমন সাজ-সজ্জা করতে হবে যেন কোন ফেতনা তৈরী না হয়।
“ জামা’য়াতে নামাজ শেষ হলে  মুহাম্মাদ(সঃ)  মুসল্লীদের দিকে ফিরে বসতেন এবং তক্ষনি নারীরা উঠে চলে যেত”। বুখারী-সালাত-৮৪৯


0 Comments