কিয়াম আল লাইল শব্দের অর্থ ও তারাবী নামাযের সাথে এর পার্থক্য



ড. জাকির নায়েক, কিয়াম আল লাইল শব্দের অর্থ ও তারাবী নামাযের সাথে এর পার্থক্য
ড. জাকির নায়েক,  কিয়াম আল লাইল শব্দের অর্থ তারাবী নামাযের সাথে এর পার্থক্য
কিয়াম অর্থ দাড়ানো আর লাইল অর্থ রাত। সম্পূর্ন অর্থ হোল ‘রাতে নামাযে দাড়ানো’।

ইসলামী শরিয়তে কিয়াম আল লাইল বলতে এমন ঐচ্ছিক নামাজকে বুঝানো হয়, যা ঈশার পর থেকে ফজরের নামাজের আগে পর্য্যন্ত পড়া যায়।
এই নামাযে অনেক লম্বা সুরা পড়তে হয় ও অনেকক্ষন দাড়ায়ে থাকতে হয়, এই জন্য এটাকে ‘কিয়াম আল লাইল’ বা রাত্রিকালীন দাড়ানো’ বলা হয়েছে। এর অন্য নামও আছে, যেমন ‘সালাতুল  লাইল’।  তাহাজ্জুদ,বিতর, তারাবীর নামায ইত্যাদি। রমযান মাসে রাত্রিকালীন আদায় করা নামাযকে ‘তারাবীর নামায’  বলা হয়। তবে ‘তারাবী’ শব্দটি এই ক্ষেত্রে যথার্থ নয়।কারন মুহাম্মাদ(স:) ও সাহাবীরা তারাবীহ শব্দটি ব্যবহার করেন নি। এটা ছিল ‘কিয়াম আল লাইল’। তারাবী শব্দটি পরে এসেছে।

Post a Comment

0 Comments