Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

ড. জাকির নায়েক, ‘রমযান’ শব্দটার সংজ্ঞা কি ?অনেকে ‘রমযানুল মুবারক’ বলে এই মাসকে স্বাগত জানায়।

ড. জাকির নায়েক, ‘রমযান’ শব্দটার সংজ্ঞা কি ?অনেকে ‘রমযানুল মুবারক’ বলে এই মাসকে স্বাগত জানায়। এভাবে স্বাগত জানানোকে অনেকে বিদাত কেউ সুন্নত বলে।আপনি কিছু বলুন

রমজান শব্দটা এসেছে আরবী রামিদা  আর রামাদান থেকে এসেছে।যার অর্থ তীখ্ষ্ন, প্রখর,চোখা,আগুনে ঝলসানো। এটি আরো একটি আরবী শব্দ  ‘রামাদাহ’  থেকে এসেছে। এর অর্থ  ‘সূর্যের প্রখর তাপে গরম হয়ে যাওয়া বালি’ ।

ব্যাপক অর্থে রমযান বলতে, একজন রোযাদার রোযা রাখার ফলে, তার পাকস্থলীতে পিপাসার কারনে যে প্রখর তাপের সৃষ্টি হয়, সেটাকে বুঝানো হয়েছে। রমজানের আরেকটি অর্থ হল,  রমজান মুসলিমের ভাল কাজের কারন ও এটি মুসলিমের সকল গুনাহকে পুড়িয়ে দেয়।
রমযান মাস কাছে আসলে, নবী(স:) সিজেই মানুষকে  এটা জানাতেন এবং শুরু হলে তিনি স্বাগত জানাতেন, হে লোক সকল, বরকতময় রহমতের  মাস নিকটবর্তী হয়েছে,আগমন করেছে’।‘রমযানুল মুবারক’ শব্দটা উপমহাদেশে ব্যাপক ভাবে প্রচলিত।
‘বরকত’ একটা আরবী শব্দ, যার অর্থ পবিত্র,কল্যানকর। উপসাগরীয় দেশগুলোতে স্বাগত জানানোর জন্য বলে, ‘রমজানুল করীম’। এগুলো সবই কল্যান,ক্ষমা ইত্যাদির অর্থে ব্যবহার করা হয়। কাজেই এটা বিদাত হবার কথা নয়।
মুসনাদে আহমদ-২য় খন্ড-২৪০ পৃষ্ঠা, সুনানে নাসায়ী-কিতাবুস সিয়াম-২১০৬

Post a Comment

0 Comments