Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৫১

মা ডাক দিলে নামাজ ছেড়ে যেতে হবে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৫১
■ ফরজ নামাজের আগে ও পরে নফল ও সুন্নত নামাজের ক্ষেত্রেও কি আলাদাভাবে পুনরায় সানা পাঠ করতে হবে? ■ আলমাস অর্থ হীরা, মারজান অর্থ মুক্তা, মানুষের এ ধরনের নাম রাখা কি উচিত? ■ মা ডাক দিলে নামাজ ছেড়ে যেতে হবে, কারণ তাঁর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব—এমন কথা কি ঠিক? ■ নামের শেষে আলী যোগ করলে কি শিরক হতে পারে? ■ কাফেরদের কি ভাই বলে সম্বোধন করা যায়? ■ যেদিন শিশুরা প্রথম পড়তে বসে, সেদিন বিসমিল্লাহ বলে শুরু করার ব্যাপারে কোনো সহিহ হাদিস রয়েছে কি? ■ কোনো একজন সাহাবির একটিমাত্র জামা ছিল। তিনি মসজিদে গেলে তাঁর স্ত্রী ঘরে অপেক্ষা করতেন আবার তিনি ফিরে এলে তাঁর স্ত্রী পোশাকটি পরে নামাজ পড়তেন। সাহাবাদের জীবনীতে পড়া এই তথ্য কি সঠিক? ■ হে আল্লাহ ! আপনার সব বান্দার জন্য যে মর্যাদা রেখেছেন, তা আমাকেও দান করুন—এভাবে দোয়া করা জায়েজ। কিন্তু সব বান্দার মধ্যে তো রাসুলও (সা.) রয়েছেন, তাঁর মতো মর্যাদা কি সবার পাওয়া সম্ভব? ■ রাসুলের (সা.) জীবনীতে পড়েছি, তাঁর একজন দাসী তার প্রস্রাব করা পাত্র থেকে ভুলে তা পান করে ফেলেছিলেন, এই কথা কি সঠিক? ■ মিলাদে দাওয়াত দিলে যাব না, কিন্তু তাদের কি বলে অ্যাভয়েড করব? ■ সকালে একদল ফেরেশতা দুনিয়াতে আসেন ও একদল চলে যান, সন্ধ্যায় একদল আসেন ও অন্যদল চলে যান, তাই সকাল সন্ধ্যার আমল সময়মতো করতে হয়, যাতে ফেরেশতারা আমলরত অবস্থায় দেখে যায়। এটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ■ অজুর মধ্যে মুখ ধুয়ে, চোখ পরিষ্কার করে তারপর সাবান দিয়ে হাত ধুয়ে বাকি অজু কি শেষ করা যাবে? এইভাবে না করাই কি উত্তম? ■ নবী (সা.) কোন পদ্ধতিতে বসে খেতেন?

Post a Comment

0 Comments