ভয় পেলে কোন দোয়া পড়ব? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৫৩ |
এ প র্বে র স ব প্র শ্ন ■ বিভিন্ন কোরআনের আয়াত ও হাদিসকে সুন্দরভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে উপস্থাপন করা কি জায়েজ হবে? ■ আমি একবার সফরে থাকা অবস্থায় কাপড়ের মোজার ওপর মাসেহ করে নামাজ পড়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম, চামড়ার মোজার ওপর মাসেহ করাই বেশি সহিহ। এখন আমার করণীয় কী? ■ ভীতসন্ত্রস্ত অবস্থায় কী দোয়া পড়ব? এ ব্যাপারে রাসুলের (সা.) আমল কী ছিল? ■ উমরাহের ধারাবাহিক কাজগুলো কী? ■ আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার বৃদ্ধ পিতামাতা একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনের টাকা দিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। তিন বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে আমার স্বামী আমার ওপর অত্যাচার শুরু করে, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয়। আমরা টাকা দিতে অক্ষম বলে তিন বছর পর আমাকে তালাক দেয়। বৃদ্ধ পিতামাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এমনিভাবে অন্যায় তালাক দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ কি আল্লাহ দিয়েছেন? ■ অনেক আলমে-ওলামা বলেন যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এই ধরনের নির্মম, পাষণ্ড ব্যক্তিদেরও কি মাফ পাওয়ার সুযোগ আছে? ■ আমার বিয়ে হয়েছিল ১৪ বছর আগে পুলিশে চাকরি করে এমন ছেলের সঙ্গে। সেখানে আমার একটি মেয়ে হয়েছিল, কিন্তু নানা সমস্যার কারণে আমাদের বিয়ে টেকেনি। আমি মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে আসতে বাধ্য হই। মেয়েকে নিয়ে পড়াশোনা করে হাসপাতালে একটি চাকরি নিয়ে আবার দ্বিতীয় বিয়ে করি। আমার এই স্বামী খুবই ভালো মানুষ। তিনি আমার প্রথম মেয়েকে মেনে নিয়েছেন। আমার প্রথম মেয়ে নানা-নানির কাছে থেকে পড়াশোনা করছে। খরচ আমরা স্বামী-স্ত্রী দুজনই দিই। মেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু সে একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করেছে। জানতে পেরে আমি এবং মেয়ের বাবা তাদের আবার কোর্ট ম্যারেজ দিয়েছি। এখন এই বিয়ে কি শুদ্ধ হয়েছে? ছেলের মা-বাবা বিষয়টি জানে; কিন্তু ছেলের রোজগার নেই, এই জন্য তারা ছেলের বউকে উঠিয়ে নেয়নি। মেয়ে নানাবাড়িতে থাকে, ছেলে মাঝেমধ্যে আসে। মেয়ে বুঝতে পারছে তার চাকরি না হলে ছেলেকে নিয়ে সংসার করতে পারবে না। আমার বাবা মারা গিয়েছেন, তিনি আমার মায়ের জন্য ব্যাংকে সাত লাখ টাকা রেখে গিয়েছেন। সেখান থেকে আমি এক লাখ ২২ হাজার টাকা পাব। এখন আমি যদি আমার প্রথম মেয়েকে পড়াশোনার জন্য টাকাগুলো দিয়ে দিই, তাহলে জায়েজ হবে কি? উল্লেখ্য, আমার দ্বিতীয় সংসারে একটি মেয়ে আছে। দুই মেয়েই কি আমার সম্পত্তির সমান অংশ পাবে? বাবা মেয়ের কোনো খোঁজ নেয় না, এতে কি তার কোনো গুনাহ হবে না? আমার বাবার ওয়ারিশের টাকা স্বামীকে না জানিয়ে প্রথম মেয়েকে দিলে আমার গুনাহ বা নেকি কোনটা হবে?
এ প র্বে র স ব প্র শ্ন ■ বিভিন্ন কোরআনের আয়াত ও হাদিসকে সুন্দরভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে উপস্থাপন করা কি জায়েজ হবে? ■ আমি একবার সফরে থাকা অবস্থায় কাপড়ের মোজার ওপর মাসেহ করে নামাজ পড়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম, চামড়ার মোজার ওপর মাসেহ করাই বেশি সহিহ। এখন আমার করণীয় কী? ■ ভীতসন্ত্রস্ত অবস্থায় কী দোয়া পড়ব? এ ব্যাপারে রাসুলের (সা.) আমল কী ছিল? ■ উমরাহের ধারাবাহিক কাজগুলো কী? ■ আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার বৃদ্ধ পিতামাতা একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনের টাকা দিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। তিন বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে আমার স্বামী আমার ওপর অত্যাচার শুরু করে, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয়। আমরা টাকা দিতে অক্ষম বলে তিন বছর পর আমাকে তালাক দেয়। বৃদ্ধ পিতামাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এমনিভাবে অন্যায় তালাক দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ কি আল্লাহ দিয়েছেন? ■ অনেক আলমে-ওলামা বলেন যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এই ধরনের নির্মম, পাষণ্ড ব্যক্তিদেরও কি মাফ পাওয়ার সুযোগ আছে? ■ আমার বিয়ে হয়েছিল ১৪ বছর আগে পুলিশে চাকরি করে এমন ছেলের সঙ্গে। সেখানে আমার একটি মেয়ে হয়েছিল, কিন্তু নানা সমস্যার কারণে আমাদের বিয়ে টেকেনি। আমি মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে আসতে বাধ্য হই। মেয়েকে নিয়ে পড়াশোনা করে হাসপাতালে একটি চাকরি নিয়ে আবার দ্বিতীয় বিয়ে করি। আমার এই স্বামী খুবই ভালো মানুষ। তিনি আমার প্রথম মেয়েকে মেনে নিয়েছেন। আমার প্রথম মেয়ে নানা-নানির কাছে থেকে পড়াশোনা করছে। খরচ আমরা স্বামী-স্ত্রী দুজনই দিই। মেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু সে একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করেছে। জানতে পেরে আমি এবং মেয়ের বাবা তাদের আবার কোর্ট ম্যারেজ দিয়েছি। এখন এই বিয়ে কি শুদ্ধ হয়েছে? ছেলের মা-বাবা বিষয়টি জানে; কিন্তু ছেলের রোজগার নেই, এই জন্য তারা ছেলের বউকে উঠিয়ে নেয়নি। মেয়ে নানাবাড়িতে থাকে, ছেলে মাঝেমধ্যে আসে। মেয়ে বুঝতে পারছে তার চাকরি না হলে ছেলেকে নিয়ে সংসার করতে পারবে না। আমার বাবা মারা গিয়েছেন, তিনি আমার মায়ের জন্য ব্যাংকে সাত লাখ টাকা রেখে গিয়েছেন। সেখান থেকে আমি এক লাখ ২২ হাজার টাকা পাব। এখন আমি যদি আমার প্রথম মেয়েকে পড়াশোনার জন্য টাকাগুলো দিয়ে দিই, তাহলে জায়েজ হবে কি? উল্লেখ্য, আমার দ্বিতীয় সংসারে একটি মেয়ে আছে। দুই মেয়েই কি আমার সম্পত্তির সমান অংশ পাবে? বাবা মেয়ের কোনো খোঁজ নেয় না, এতে কি তার কোনো গুনাহ হবে না? আমার বাবার ওয়ারিশের টাকা স্বামীকে না জানিয়ে প্রথম মেয়েকে দিলে আমার গুনাহ বা নেকি কোনটা হবে?
0 Comments