শুধু শুক্রবার ও শনিবার রোজা রাখা যাবেনা কেন ?

 শুধু শুক্রবার ও শনিবার রোযা রাখা যাবেনা কেন ?

 শুধু শুক্রবার ও শনিবার রোযা রাখা যাবেনা কেন ?
শুক্রবার সপ্তাহের জুমার দিন, প্রধান দিন ও  এটা মুসলিমদের আপ্তাহিক ঈদের দিন।ইহুদী,খৃষ্টানরা  তাদের সাপ্তাহিক প্রধান দিনটিতে রোযা রাখে। সাপ্তাহিক প্রধান দিনটিতে যেহেতু, ইহুদী,খৃষ্টানরা রোযা রাখে, কাজেই মুসলিমদের এই দিনটিতে রোযা রাখা যাবে না।কারন মুহাম্মাদ(সঃ)  বলেছেন, অমুসলিমরা যা করে, তার উল্টোটা  তোমরা কর। তবে এই নিষেধাজ্ঞা অসম্পূর্ন। এটা মাকরুহ এবং  কেউ যদি এটা রাখতে চায়, তাহলে সে যেন শুক্রবারের আগে-পরে একটা দিন  রোযা রাখে।
একদিন মুহাম্মাদ(সঃ) কোন এক লোকের সাথে সাক্ষাত করলেন যে, শুক্রবার রোযা ছিল। মুহাম্মাদ(সঃ)  তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গতকাল রোযা ছিলা / সে বললো না। তবে কি আগামীকাল  রোযার নিয়ত করেছ ? সে বলল, না। নবী করিম(সঃ)  বল্লো, তাহলে তোমার রোযা ভেংগে ফেল   বুখারী-রোযা-১৯৮৬
মুহাম্মাদ (সঃ) বলেছেন, শুধু শুক্রবার পূর্ব রাতকে ঐচ্ছিক রোজার জন্য নির্ধারন করোনা এবং শুধু শুক্রবারকে ঐচ্ছিক রোযার জন্য নির্ধারন করোনা, ততক্ষন পর্যন্ত যতক্ষন শুক্রবারের আগে কোন রোযা রাখা নাহয়   মুসলিম-২৫৪৬
একই ভাবে শনিবারও  রোযা রাখা উচিত নায়।
শুধু  শনিবারকে রোযা রাখার জন্য বেছে  নিওনা। সেদিন যদি শুধু কোনকিছু চুষেও ক্ষুধা নিবারন করতে হয়,তবুও সেদিন রোযা রেখনা।    আবু দাউদ-রোযা-২৪১৫

Post a Comment

0 Comments