মুহাম্মাদ(সঃ) শুধু ৬টি সওম রাখতে বল্লেন কেন ?


মুহাম্মাদ(সঃ) শুধু ৬টি সওম রাখতে বল্লেন কেন ? এটাতো ৫,৮, কিংবা ৯ দিনেরও হতে পারতো ?
ডাঃ জাকির নায়েকঃ- মুহাম্মাদ(সঃ) বলেছেন, যে  ব্যাক্তি রমযান মাসে  সওম রাখে এবং তারপর শাওয়াল মাসের ৬টি  সওম রাখে, সে যেন সারা বছর রোযা রাখল
মুসলিম-রোযা- ২৬১৪  
অন্য হাদিসে আছে, রোযাদারদের একটা ভাল কাজের সওয়াব অন্যদের তুলণায় দশগুন বেশী লেখা হয়। সুতরাং কেউ যদি একমাস রমযানের  সওম রাখে, তাহলে সেটা ১০ মাসের সমান এবং যে ব্যাক্তি শাওয়ালের  ৬টি  সওম রাখে, তবে সেটা ২ মাসের সমান।সুতরাং  ১০ মাস আর ২ মাস সমান বারো মাস। অতএব এই কারনে তিনি শাওয়ালের ৬দিন  সওম রাখতে বলেছেন।
শাওয়ালের ৬টি রোজা রমজানের  পর পরই রাখতে হবে নাকি পরে রাখা যাবে, নিয়মিত রাখতে হবে নাকি এলোমেলো রাখা যাবে, এই ব্যাপারে আলেমদের মধ্যে ভিন্ন মত আছে। এই ব্যাপারে আমার সিদ্ধান্ত হোল, হাদিসে বলা হয়নি যে, পর পরই রাখতে হবে। তবে হাদীসে বলা আছে, তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। এটা থেকে বুঝা যায়, যত  দ্রুত  সওম শেষ করা যায়, তত ভাল।

Post a Comment

0 Comments