ডাঃ নায়েক আপনি আমাদের এমন কোন সুন্নতের কথা বলবেন, যেটা মুসলমানরা এই ভেবে এড়ায়ে যাচ্ছে যে, এটা করলে তাদের রোযা বাতিল হয়ে যাবে ?
ক) “রোযাদারদের নিশ্বাসের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর চেয়েও উত্তম”।
বুখারী-খন্ড-৩-১৯০৪
অনেক মুসলিম মনে করে, যদি তারা মেসওয়াক করে, তাহলে তাদের মুখের দূর্গন্ধ চলে যাবে ও তারা আল্লাহর কাছে থেকে যথেষ্ট পরিমান অনুগ্রহ পাবেনা। এর এটা বুঝে না, মেসওয়াক রোযাদারের নিঃশ্বাসের দূর্গন্ধ দূর করতে সক্ষম হয় না। অবশ্যই এই গুরুত্বপূর্ন সুন্নতটি করে যেতে হবে।
“আমার উম্মতের যদি কষ্ট না হোত তাহলে, আমি তাদের জন্য প্রত্যেক ফরয নামজের পূর্বে ওজু করার সাথে সাথে মেসওয়াক করাটাও ফরজ করে দিতাম”। বুখারী-খন্ড-২- ৮৮৭
খ) “ তোমরা রমজান মাস ছাড়া ওযু করার সময় অধিক হারে নাসারন্ধ্রে পানি প্রবেশ করাও যাতে করে পবিত্র হতে পার”। আবু দাউদ-২-২৩৬০
অনেকে মনে করে,নাকে পানি ঢুকালে পানি নাক থেকে গলায় যেয়ে ওযু ভেংগে যাবে। যদিও এধরনের সম্ভবনা খুবই কম।
0 Comments