মযান মাসে যদি শয়তান শৃংখলাবদ্ধ থাকে, তাহলে মানুষ রমজান মাসে পাপ করে কিভাবে ?


ডাঃ জাকির নায়েক,রমযান মাসে যদি শয়তান শৃংখলাবদ্ধ থাকে, তাহলে মানুষ রমজান মাসে পাপ করে কিভাবে ?

ডাঃ জাকির নায়েক,রমযান মাসে যদি শয়তান শৃংখলাবদ্ধ থাকে, তাহলে মানুষ রমজান মাসে পাপ করে কিভাবে ?
রমযান মাসে যখন শয়তানকে বন্দী করে রাখা হয়,তখন তার পক্ষে মানুষকে কু-মন্ত্রনা দেবার সুযোগ থাকেনা।কিন্তু তরাপরও মানুষ পাপ করে কারন আছে।মনে করুন, একটা বাঘকে বন্দী করে রাখা হয়েছে।

সেই বাঘ আপনার ক্ষতি করতে পারবেনা।কিন্তু আপনি যদি বাঘের বেশী কাছে চলে যান,তাহলে ব্যাতিক্রম হতে পারে।আপনাকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে।
আল্লাহ বলেন, ‘তারা মানুষের অন্তরে কু-মন্ত্রনা দেয় এবং তারা আসে হয়তো মানুষ কিংবা জ্বিনের মধ্য থেকে”।  সুরা নাস-৬
মহান আল্লাহ যে শয়তানকে বন্দী করে রেখেছে,সে হয়তো জিন জাতির সদস্য।কিন্তু মানুষের ভিতরের শয়তানতো সব সময়ই মুক্ত।কোন মানুষ যদি স্বেচ্ছায়, অপরাধ করতে এগিয়ে যায়, তাহলে তো কিছুই করার নাই।

Post a Comment

0 Comments