অনিচ্ছায় মনে বাজে চিন্তা এলেও কি পাপ হয়? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪৫
এ প র্বে র স ব প্র শ্ন ■ প্রায় চার মাস ধরে যেকোনো সময় আমার মনের মধ্যে বা চোখের সামনে আমার আল্লাহর রাসুল (সা.), আল কোরআন, কাবা শরিফ সম্পর্কে কোনো অদ্ভুত কথা বা ছবি ভেসে ওঠে। তবে তা আল্লাহর অস্তিত্ব, তার প্রেরিত রাসুল (সা.) অথবা ইসলামের সত্যতার বিষয় নিয়ে নয়। আমি আল্লাহকে ভয় করি এবং ইসলামের প্রতিটি বিষয়ে বিশ্বাস করি এবং সব মেনে চলার চেষ্টা করি। আমার সঙ্গে ওই ব্যাপারগুলো ঘটে প্রাত্যহিক জীবন সম্পর্কিত বিষয়ে বা বস্তুগত বিষয়ে। অনেক বাজে কথা মনে হয় হুট করে, যেগুলো প্রকাশ করা সম্ভব নয়। তবুও কিছুটা বলি—হয়তো কোনো দেয়ালে, কোনো স্ত্রিপে, কোনো ক্যালেন্ডারে কোনো আরবি লেখা মন দিয়ে পড়ছি অথবা কোনো ইসলামিক নিদর্শন দেখছি, তখন হুট করে অন্য কোনো কিছু বা মানবদেহের কোনো অঙ্গের সঙ্গে সেটা সাদৃশ্যপূর্ণ মনে হলো, যা আমি কল্পনাও করিনি, আস্তাগফিরুল্লাহ। সারা দিনে দোয়া-কালেমা পড়ার সময়ও আজেবাজে কথা মনে হয় এবং সেগুলো অকল্পনীয়, যা আমি কেন, কোনো মুসলিমের পক্ষে কোনো দিন নিজে নিজে কল্পনা করা সম্ভব নয়। আমি জানতে চাই, আমার মনে এইসব প্রশ্ন কেন আসছে? ইসলামে এর ব্যাখ্যা কী? আমি জীবনে সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি এবং আল্লাহকে স্মরণ করি, তবুও জঘন্য এসব কথা মনে হওয়ার কারণে কি আমার অনেক পাপ হচ্ছে? কী আমল করতে পারি? ■ নিকটাত্মীয় ছোটখাটো বিষয় নিয়ে ফেতনা-ফাসাদ করলে এবং অন্যান্য জুলুম করলে যেমন গালি দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করা, সে ক্ষেত্রে কীভাবে সম্পর্ক সুন্দর স্বাভাবিক রাখব, জানালে উপকৃত হবো। ■ গীবত করা বলতে কোন ধরনের কথা বলা হয়? যেমন—আহাম্মদ আমাকে জয়নালের সম্পর্কে কিছু বলল, তারপর আমি জয়নালকে বললাম আহাম্মদ তোমাকে এই খারাপ কথাগুলো বলছিল, এটা কি গীবত?
এ প র্বে র স ব প্র শ্ন ■ প্রায় চার মাস ধরে যেকোনো সময় আমার মনের মধ্যে বা চোখের সামনে আমার আল্লাহর রাসুল (সা.), আল কোরআন, কাবা শরিফ সম্পর্কে কোনো অদ্ভুত কথা বা ছবি ভেসে ওঠে। তবে তা আল্লাহর অস্তিত্ব, তার প্রেরিত রাসুল (সা.) অথবা ইসলামের সত্যতার বিষয় নিয়ে নয়। আমি আল্লাহকে ভয় করি এবং ইসলামের প্রতিটি বিষয়ে বিশ্বাস করি এবং সব মেনে চলার চেষ্টা করি। আমার সঙ্গে ওই ব্যাপারগুলো ঘটে প্রাত্যহিক জীবন সম্পর্কিত বিষয়ে বা বস্তুগত বিষয়ে। অনেক বাজে কথা মনে হয় হুট করে, যেগুলো প্রকাশ করা সম্ভব নয়। তবুও কিছুটা বলি—হয়তো কোনো দেয়ালে, কোনো স্ত্রিপে, কোনো ক্যালেন্ডারে কোনো আরবি লেখা মন দিয়ে পড়ছি অথবা কোনো ইসলামিক নিদর্শন দেখছি, তখন হুট করে অন্য কোনো কিছু বা মানবদেহের কোনো অঙ্গের সঙ্গে সেটা সাদৃশ্যপূর্ণ মনে হলো, যা আমি কল্পনাও করিনি, আস্তাগফিরুল্লাহ। সারা দিনে দোয়া-কালেমা পড়ার সময়ও আজেবাজে কথা মনে হয় এবং সেগুলো অকল্পনীয়, যা আমি কেন, কোনো মুসলিমের পক্ষে কোনো দিন নিজে নিজে কল্পনা করা সম্ভব নয়। আমি জানতে চাই, আমার মনে এইসব প্রশ্ন কেন আসছে? ইসলামে এর ব্যাখ্যা কী? আমি জীবনে সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি এবং আল্লাহকে স্মরণ করি, তবুও জঘন্য এসব কথা মনে হওয়ার কারণে কি আমার অনেক পাপ হচ্ছে? কী আমল করতে পারি? ■ নিকটাত্মীয় ছোটখাটো বিষয় নিয়ে ফেতনা-ফাসাদ করলে এবং অন্যান্য জুলুম করলে যেমন গালি দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করা, সে ক্ষেত্রে কীভাবে সম্পর্ক সুন্দর স্বাভাবিক রাখব, জানালে উপকৃত হবো। ■ গীবত করা বলতে কোন ধরনের কথা বলা হয়? যেমন—আহাম্মদ আমাকে জয়নালের সম্পর্কে কিছু বলল, তারপর আমি জয়নালকে বললাম আহাম্মদ তোমাকে এই খারাপ কথাগুলো বলছিল, এটা কি গীবত?
0 Comments