হাদিসে রমযান মাসকে ‘ক্ষমা’ লাভের মাস বলার কারন


হাদিসে রমজান মাসকে ক্ষমালাভের মাস বলার কারন
১)  আবু হুরায়রা(রা:) বর্নিত, ‘নবী করিম(স:) বলেছেন, যে ব্যাক্তি পূর্ন বিশ্বাস নিয়ে ও সওয়াবের  আশায় রমযানের সিয়াম পালন করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে        বুখারী- ৩য় খন্ড-১৯০১     ২)   যে ব্যাক্তি  খাস নিয়তে আল্লাহর সন্তুষ্টি ও তার প্রতিদান প্রাপ্তির আশায় রমযান মাসের সিয়াম পালন করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে
মুসনাদে আহমদ-৩য়-১১৫২৫ 
৩)   আবু হুরায়রা(রা:) থেকে বর্নিত, ‘রাসুল বলেছেন(স:), ৫ ওয়াক্ত নামায,১ জুময়া থেকে আরেক জুময়া এবং ১ রমজান থেকে আরেক রমজান। এ সমস্ত তাদের অন্তর্বর্তীকালে যে সব সগীরা গুনাহ হয় তার জন্য কাফ্ফারা হয়ে যায়, যখন সে( যে  কোন  ব্যাক্তি)  কবীরা গুনাহ থেকে বিরত থাকে             মুসলিম- ৪৫০
রমযান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত থাকে ও জাহান্নামের দরজা বন্ধ থাকেএজন্য এই মাসকে ক্ষমার মাস বলা হয়।

Post a Comment

0 Comments