‘হ্যালো’ (Hallo) শব্দটি ইংরেজী Interjection বা সম্বোধন ও বিস্ময় সূচক অব্যয়, যা ‘আহবান’ অথবা সম্বোধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। চালু পরিভাষা হিসাবে এটি বলায় কোন দোষ নেই। কারণ এটি কোন শিরকী কালাম নয়। তবে আহুত ব্যক্তি মুসলমান হলে তাকে ‘সালাম’ দিয়েই সম্বোধন করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কেউ সালামের পূর্বে কথা আরম্ভ করলে তার উত্তর দিয়ো না’ (সিলসিলা ছহীহাহ হা/৮১৬)। অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না, তোমরা তাকে কথা বলার অনুমতি দিয়ো না’ (বায়হাক্বী শু‘আবুল ঈমান, মিশকাত হা/৪৬৭৬; সিলসিলা ছহীহাহ হা/৮১৭)। উল্লেখ্য যে, ‘হ্যালো’ না বলে ‘হ্যালূ’ (Halloo) বললে তার অর্থ হবে ‘কুকুরের প্রতি চিৎকার দেওয়া’।
0 Comments