প্রশ্ন: অবিভাবকের অনুমতি ছাড়া বিয়ের বিধান এবং বিয়ে হয়ে থাকলে সে ক্ষেত্রে করণীয় কি?


প্রশ্ন: অবিভাবকের অনুমতি ছাড়া বিয়ের বিধান এবং বিয়ে হয়ে থাকলে সে ক্ষেত্রে করণীয় কি? 

উত্তর : ইসলাম মহিলার বিবাহের জন্য অবিভাবকের অনুমতি গ্রহণকে আবশ্যক করেছে। বহু হাদীস দ্বারা প্রমাণিত যে, অবিভাবকের অনুমিত ছাড়া বিয়ে হবে না, বিয়ে বাতিল ইত্যাদি।
(এটিই সবচেয়ে নির্ভরযোগ্য মত)
কেউ যদি অজ্ঞতা বশত: এভাবে বিয়ে করে থাকে তাহলে করণীয় হল, আল্লাহর নিকট তওবা করে নিজ পিতা/অবিভাবকের কাছে ফিরে আসা। তারপর অবিভাবক ইচ্ছা করলে সেই ব্যক্তির সাথে বা অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করবে।
যাহোক, আপনার এই পরিস্থিতি আমার ব্যক্তিগত পরামর্শ হল, অবিভাবকের অনুমতি স্বাপেক্ষে পূণরায় উক্ত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এটি সবাইকে জানিয়ে করতে হবে তা জরুরি নয় বরং একান্ত ঘরোয়াভাবেও তা হতে পারে। আর খাঁটিভাবে তওবা করে নেয়া। তাহলে ইনশাআল্লাহ আর কোন সমস্যা থাকবে না।
এ বিষয়ে আরও শুনুন শাইখ আখতারুল আমান সাহেব এর কণ্ঠে:
https://www.youtube.com/watch?v=_-DChEVSijE
___________
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments