▌এই মুল্যবান সময় আর ফিরে পাবেন না!
.
.
▪এক,
কখনো আই.সি.ইউ -তে কাউকে দেখতে গিয়েছিলেন !?
আমি একবার গিয়েছিলাম। বড়ো একটা ইউনিটে চল্লিশ জনের মত রোগী ছিল। বিশ্বাস করুন, চারদিকে তাঁকিয়ে অন্তরআত্না কেঁপে উঠেছে। আপনি যত কঠিন হৃদয়ের মানুষই হন না কেন, রোগীদের হালত দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন না। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যুবকদের দেখে। এই বয়সের একটা ছেলে দিনের পর দিন নিরবে শুয়ে রয়েছে, কোনো সাড়াশব্দ নেই, কারো কারো তো তিন-চার দিন ধরে হুঁশ-জ্ঞানই নেই। কবে হুঁশ ফিরবে তাও বলা যাচ্ছেনা। আমার বয়সী এক ভাইকে দেখলাম তিনি এক সপ্তাহ ধরে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন! ভাবা যায় এসব!?
আমি একবার গিয়েছিলাম। বড়ো একটা ইউনিটে চল্লিশ জনের মত রোগী ছিল। বিশ্বাস করুন, চারদিকে তাঁকিয়ে অন্তরআত্না কেঁপে উঠেছে। আপনি যত কঠিন হৃদয়ের মানুষই হন না কেন, রোগীদের হালত দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন না। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যুবকদের দেখে। এই বয়সের একটা ছেলে দিনের পর দিন নিরবে শুয়ে রয়েছে, কোনো সাড়াশব্দ নেই, কারো কারো তো তিন-চার দিন ধরে হুঁশ-জ্ঞানই নেই। কবে হুঁশ ফিরবে তাও বলা যাচ্ছেনা। আমার বয়সী এক ভাইকে দেখলাম তিনি এক সপ্তাহ ধরে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন! ভাবা যায় এসব!?
খানিকটা সময় নিজেকে তাঁর জায়গায় কল্পনা করলাম, সেই ছেলেটা যদি আমি হতাম! আহা! ভাবলেই শরীরটা শিউরে ওঠে! এরা না ইবাদত করার সুযোগ পাচ্ছেন , আর না নিজের কৃতকর্মের জন্য কাকুতি মিনতি করে শেষবারের মত আল্লাহকে রাজী-খুশী করার সুযোগ পাচ্ছেন ! আজ তাঁরা কতো অসহায়! কতো দূর্বল! আমরা যখন হাসছি, খেলছি, চাকুরী, সংসার, পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছি তখন ঐ মানুষগুলি হাসপাতালের বেডে মৃত্যুর অপেক্ষা করছেন! তাদের স্বজনদের আত্ন-চিৎকার আর করুণ আকুতি কঠিন হৃদয়কেও দুমড়ে-মুচড়ে দিবে। এরা কিছুদিন পরে হয়ত চিরতরে কবরেও শুয়ে থাকবেন! এই শুয়ে থাকাটা ঠিক কত কালের জন্য তা একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা-ই ভাল জানেন।
.
.
▪দুই,
এখন যৌবন যার মজা-মাস্তি করার সময় তাঁর। একজন যুবক এই বয়সে কতো স্বপ্ন, কতো আশা, কতো আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। ক্ষণস্থায়ী দুনিয়ার মৌহ তাঁকে গুনাহ-তে পর্যন্ত লিপ্ত করে ফেলে। এইজন্যই সে কখনো নফসের সাথে জয়ী হয়, আবার কখনো হয় পরাজিত। অত:পর যখন আল্লাহর ভয় জাগ্রত হয় তখন বারবার নিজেকে তিরস্কৃত করতে থাকে। এই শ্রেণীর যুবকরা আলোকিত হৃদয়ে অধিকারী। এদের সম্পর্কে ইমাম আবুল ফারাজ ইবনে আল জাওযী [ রাহিমাহুল্লাহ ] বলেন - “পাপ করার পরে যদি আপনার অন্তরের মাঝে আঁধার খুঁজে পান, তাহলে বুঝে নিবেন আপনার অন্তরে আলো রয়েছে। সেই আলোর কারণেই আপনি আঁধারকে অনুভব করেছেন।”
— [ রাওদাতুল মুহিবীন : ২/১১২ ]
.
— [ রাওদাতুল মুহিবীন : ২/১১২ ]
.
আরেক শ্রেণীর যুবকরা হারাম রিলেশন, হারাম ইনকাম, হারাম কর্মে লিপ্ত থেকেও নিজেকে তিরস্কার করেনা, অনুশোচনা করেনা, আল্লাহর ভয়ে ভীত হয় না, নিজের কৃত অপরাধের জন্য খালেস অন্তরে তাওবাহ করেনা, সর্বপরি, আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা না করেই খামখেয়ালী জীবন যাপন করে। মুলত এরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। দুনিয়া তো হল বিষধর সাপের মত, যতই দুধ-কলা পুষে রাখেন, একদিন আপনাকে ছোবল মারবেই। ঐ শুনুন মহান আল্লাহর বাণী ," আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয়ই আখিরাতের নিবাসই হল প্রকৃত জীবন, যদি তারা জানতো”। --- [সূরা আনকাবুত, আয়াত: ৬৪]
.
▪তিন,
আপনার মুল্যবান সময়টুকুন হেলায় নষ্ট করবেন না।
জান্নাতি মানুষের দুনিয়াবী ছুরত হল, সে সর্বদা শয়তানের সাথে জিহাদরত অবস্থায় থাকে! যারাই ইহকালে ও পরকালে সফলতা অর্জন করেছিল, তাদের গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম ছিল। আপনিও নিজেকে প্রশ্ন করুন, আপনার গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম কেটেছে কিনা? কালকের চেয়ে আজকে আপনার রবের ইবাদতে বেশি সময় ব্যায় করেছেন কিনা? শুধুমাত্র আজকের হিসেব কষলেই বুঝতে পারবেন আপনার গন্তব্যপথ কোনদিকে!?
জান্নাতি মানুষের দুনিয়াবী ছুরত হল, সে সর্বদা শয়তানের সাথে জিহাদরত অবস্থায় থাকে! যারাই ইহকালে ও পরকালে সফলতা অর্জন করেছিল, তাদের গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম ছিল। আপনিও নিজেকে প্রশ্ন করুন, আপনার গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম কেটেছে কিনা? কালকের চেয়ে আজকে আপনার রবের ইবাদতে বেশি সময় ব্যায় করেছেন কিনা? শুধুমাত্র আজকের হিসেব কষলেই বুঝতে পারবেন আপনার গন্তব্যপথ কোনদিকে!?
কাল কেয়ামতের ময়দানে নেককার-বদকার সকলেই সময়ের সদ্ব্যবহার না করার কারণে আফসোস করবে।
সেইজন্যই প্রিয়নবী মুহাম্মদূর রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। আর তা হলো :
- যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে।
- সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে।
- সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র্যতা আসার আগে।
- অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে।
- এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।
---- [ মুস্তাদ্বরাক হাকেম : ৭৮৪৬ ]
.
সেইজন্যই প্রিয়নবী মুহাম্মদূর রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। আর তা হলো :
- যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে।
- সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে।
- সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র্যতা আসার আগে।
- অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে।
- এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।
---- [ মুস্তাদ্বরাক হাকেম : ৭৮৪৬ ]
.
রাসূলুল্লাহ ﷺ - এর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার [ রাদ্বিয়াল্লাহু আনহু ] বলতেন, “তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার অপেক্ষা (আশা) করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যা বেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগব্যাধির (দিনগুলোর) জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো।” ---- [ রিয়াদুস ছলেহীন : ৫৭৫ ]
.
.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের সবাইকে উপরিউক্ত বিষয়াদি অনুধাবনের তাওফীক্ব দান করুন, আমাদের অন্তরসমুহকে ফিতনাকে ফিতনা হিসেবে গন্য করার তাক্বওয়াটুকু দান করুন, আমাদের অন্তরকে শয়তানের জিম্মায় ছেড়ে না দিয়ে দ্বীনের সাথে বেঁধে রাখার শক্তি ও ঈমান দান করে, জাহান্নামের ইন্দন হওয়া থেকে রক্ষা করুন। [আ-মী-ন]
-
▪সংকলক :
আপনাদের দ্বীনীভাই,
আখতার বিন আমীর।
আপনাদের দ্বীনীভাই,
আখতার বিন আমীর।
0 Comments