▌শাসকদের নিন্দা ও সমালোচনা করার বিধান
আপনি চাইলে -Whatapps-Facebook-Twitter-ব্লগ- আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking-ওয়েবসাইটে শেয়ার করতে পারেন-মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]-:-admin by rasikul islam নিয়মিত আপডেট পেতে ভিজিটকরুন -এই ওয়েবসাইটে -https://sarolpoth.blogspot.com/(জানা অজানা ইসলামিক জ্ঞান পেতে runing update)<> -https://rasikulindia.blogspot.com (ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে, পড়তে ও ডাউনলোড করতে পারবেন). Main Websaite- https://rasikulindia.blogspot.comesoislamerpothecholi.in , comming soon my best world websaite
·
মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মাসজিদে নাবাউয়ী’র সম্মানিত মুদার্রিস, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, আল-ফাক্বীহ, ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী (হাফিযাহুল্লাহ) প্রদত্ত ফতোয়া—
মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মাসজিদে নাবাউয়ী’র সম্মানিত মুদার্রিস, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, আল-ফাক্বীহ, ড. সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী (হাফিযাহুল্লাহ) প্রদত্ত ফতোয়া—
❝শাসকদের নিন্দা করা, গালি দেওয়া এবং তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করা—(উক্ত কাজের কাজির) মন্দ হওয়ার নিদর্শন, বিদ‘আতী হওয়ার প্রমাণ এবং তা খারিজীদের কর্মপদ্ধতি। মুমিন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শাসককে সম্মান করবে। কেননা নাবী ﷺ বলেছেন,
مَنْ أَكْرَمَ سُلْطَانَ اللَّهِ فِي الدُّنْيَا، أَكْرَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الدُّنْيَا، أَهَانَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ.
“যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শাসককে সম্মান করবে, আল্লাহ তাকে কেয়ামত দিবসে সম্মানিত করবেন। আর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শাসককে অপমান করবে, আল্লাহ তাকে কেয়ামত দিবসে অপমানিত করবেন।” [১]
আমরা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শাসককে সম্মান করব। আমরা মুসলিম শাসককে সম্মান করব, শ্রদ্ধা করব এবং শার‘ঈ মর্যাদা প্রদান করব। তবে তা তাঁর নৈকট্য অর্জনের জন্য নয়, বরং আমরা তা করব মহান আল্লাহ’র নৈকট্য অর্জনের জন্য। কেননা আল্লাহ তা‘আলা আমাদের জন্য এই কাজকে শরিয়তসম্মত করেছেন।
সুতরাং আমরা যদি এমন কোনো ব্যক্তিকে পাই, যে শাসকের বিরুদ্ধে বদদোয়া করে, কিংবা শাসককে লাঞ্ছিত করে, অথবা শাসককে গালিগালাজ করে, তাহলে আমরা জানব যে, সে একজন ফিতনাবাজ এবং মন্দলোক। এই লোকের অনিষ্ট প্রতিরোধ করা বাঞ্ছনীয়। তাকে নসিহত করার মাধ্যমে এই প্রতিরোধ শুরু করতে হবে। যদি কেউ নিজে নসিহত করতে সক্ষম হয়, তাহলে সে নিজেই নসিহত করবে। নতুবা ওই লোককে নসিহত করতে পারবেন, এমন কারও কাছে সাহায্য চাইবে। বস্তুত নসিহতের মাধ্যমে প্রতিরোধ আরম্ভ করা সবার জন্য বাঞ্ছনীয়।
কিন্তু ওই লোককে নসিহত করার কোনো উপায় যদি না পাওয়া যায়, কিংবা নসিহতের মাধ্যমে তার অনিষ্ট প্রতিরোধ করা না যায়, তাহলে ওই লোকের ব্যাপারটি প্রশাসনের কাছে সোপর্দ করা ওয়াজিব (আবশ্যক)। কেননা এগুলো হলো সংক্রামক ব্যাধি, আশ্চর্য গতিতে তা ছড়িয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত সে লোকদের মধ্যে শাসককে গালিগালাজ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত সে হলো অনিষ্টের দিকে আহ্বানকারী। তার অনিষ্ট কেবল তার নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সর্বব্যাপী।
তাই যে ব্যক্তি তাকে নসিহত করতে অসমর্থ হয়েছে, অথবা তাকে নসিহত করার পরেও সে তা আমলে নেয়নি, সে ব্যক্তির (নসিহতকারী ব্যক্তির) ওপর শার‘ঈভাবে ওয়াজিব হলো—ওই লোকের বিষয়টি প্রশাসনের কাছে সোপর্দ করা। যাতে করে তার অনিষ্ট থেকে দেশ ও জাতিকে রক্ষা করা যায়।❞
‘আল্লামাহ সুলাইমান আর-রুহাইলী (হাফিযাহুল্লাহ)’র বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে।
·পাদটীকা:
▂▂▂▂▂▂▂▂▂▂
▂▂▂▂▂▂▂▂▂▂
[১]. মুসনাদে আহমাদ, হা/২০০২২; গৃহীত: হাদিথপোর্টাল ডট কম। হাদীসটির দ্বিতীয়ার্ধ সুনানে তিরমিযী গ্রন্থে (হা/২২২৪) আছে। সুনানে তিরমিযীর হাদীসের সনদ: সাহীহ (তাহক্বীক্ব: আলবানী); গৃহীত: দুরার ডট নেট।
·
উৎস: বক্তব্যের ভিডিয়ো ক্লিপটি ইউটিউব (قناة السلفية) থেকে নেওয়া হয়েছে।
উৎস: বক্তব্যের ভিডিয়ো ক্লিপটি ইউটিউব (قناة السلفية) থেকে নেওয়া হয়েছে।
·অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা
www.facebook.com/SunniSalafiAthari
www.facebook.com/SunniSalafiAthari
আপনি চাইলে -Whatapps-Facebook-Twitter-ব্লগ- আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking-ওয়েবসাইটে শেয়ার করতে পারেন-মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]-:-admin by rasikul islam নিয়মিত আপডেট পেতে ভিজিটকরুন -এই ওয়েবসাইটে -https://sarolpoth.blogspot.com/(জানা অজানা ইসলামিক জ্ঞান পেতে runing update)<> -https://rasikulindia.blogspot.com (ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে, পড়তে ও ডাউনলোড করতে পারবেন). Main Websaite- https://rasikulindia.blogspot.comesoislamerpothecholi.in , comming soon my best world websaite
0 Comments