Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

ছবি-মূর্তি বিষয়ে প্রশ্নোত্তর



ছবি-মূর্তি
 ✔ ৫৯৬ প্রশ্নঃ কোন প্রাণীর ছবি ও মূর্তি কেবল সৌন্দর্য বর্ধনের জন্য ঘরে স্থাপন করা বৈধ কি?
উত্তরঃ ছবি ও মূর্তিতে যেহেতু পৌত্তলিকতা আছে, সেহেতু তা ঘরে ও রাস্তার মোড়ে স্থাপন করা বৈধ নয়। মূর্তি থেকেই পৃথিবীর ইতিহাসে প্রথম মূর্তিপূজা শুরু হয়েছে নূহ (আঃ) এর যুগে। তাই ইসলাম মূর্তি ও মূর্তিপূজার ঘোর বিরোধী। সে জন্যই শরিয়তের নির্দেশ হোল, “ কোন (বিচরণশীল প্রাণীর)  ছবি বা মূর্তি দেখলেই তা নিশ্চিহ্নকরে দেবে এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দেবে।” (মুসলিম ৯৬৯ নং )
রাসুলুল্লাহ () বলেছেন, “ কিয়ামতের  দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে” (বুখারি ৫৯৫০, মুসলিম ২১০৯) ।
সে ঘরে (রহমতের)  ফিরিশতা প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয়, যে ঘরে ছবি ও মূর্তি থাকে। (বুখারি ও মুসলিম )  
 ✔ ৫৯৭ প্রশ্নঃ যে লেবাসে কোন প্রাণীর ছবি থাকে সে লেবাস পরা বৈধ কি?
উত্তরঃ যে লেবাসে কোন (বিচরণশীল) প্রাণীর ছবি থাকে, সে লেবাস পরা মুসলিমের জন্য বৈধ নয়। কারণ ছবি ও মূর্তি ইসলামের চরম পরিপন্থী। (ইবনে উষাইমীন)
 ✔ ৫৯৮ প্রশ্নঃ ফটোগ্রাফের বা ক্যামেরার ছবিও কি হারাম?
উত্তরঃ অনেকে বলেছেন, “ক্যামেরার ছবি নিষেধের পর্যায়ভুক্ত নয়।”  কিন্তু নিষেধের কারণ বিশ্লেষণ করলেই তা অবৈধ মনে হয়। তবে পরিচয়পত্র ইত্যাদির প্রয়োজনে তা বৈধ।
 ✔ ৫৯৯ প্রশ্নঃ ভিডিওর ছবিও কি জায়েয নয়?
উত্তরঃ অনেকে বলেছেন ভিডিওর ছবি গুপ্ত থাকে সময়ে দেখা যায় । সুতরাং তা আয়না ও পানির উপর  প্রকাশিত ছবির মত । তা নিষেধের পর্যায়ভুক্ত নয়। বর্তমান যুগে সে ছবির প্রয়োজনীয়তা অধিকাংশ উলামা অস্বীকার করতে পারে না।
 ✔ ৬০০ প্রশ্নঃ বাচ্চাদের খেলনা পুতুলের ব্যপারে বিধান কি?
উত্তরঃ বাচ্চারা নিজে যে সব পুতুল কাপড় দিয়ে বানিয়ে খেলা করে, তা বৈধ হবার ব্যপারে কোন সন্দেহ নেই। যেহেতু এই শ্রেণির পুতুল নিয়ে মা আয়েশা দাম্পত্যের প্রথম জীবনে নবী () এর সামনে খেলা করতেন। কিন্তু যে খেলনা নিখুঁতভাবে মানুষের বা অন্য প্রাণীর আকার-আকৃতি দিয়ে তৈরি, যা কথা বলে, কান্না করে, আওয়াজ করে, হাঁটে বা নাচে, তা বৈধ কি না---তাতে সন্দেহ আছে। ( ইবনে ঊষাইমীন )
অনেক উলামার মতে যা শিশুদের খেলনা এবং যা অবজ্ঞা ও অবমাননার পুতুল বা ছবি, তা বৈধ। অনেকের মতে কাপড় বা তুলার পুতুল ছাড়া অন্য পুতুল অবৈধ। অবশ্য পূর্বসতর্কতামূলক আমল হিসেবে তা শিশুদের জন্য ক্রয় না করাই উত্তম।
 ✔ ৬০১ প্রশ্নঃ স্কুলের ছবি অঙ্কন বিষয়ক ক্লাসে প্রাণীর ছবি আঁকতে আদেশ করা হয়। সে ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা কি করতে পারে?
উত্তরঃ বিচরণশীল প্রাণীর ছবি আঁকা বৈধ নয়। যদি কেউ আঁকতে একানই বাধ্য হয়, তাহলে প্রাণীর মাথাটা আঁকবে না।  ( ইবনে ঊষাইমীন ) 
ড্রেসের ডিজাইন আঁকতে মাথাহীন দেহের উপর ড্রেস আঁকতে পারা যায়। মাথাহীন স্ট্যাচুর দেহে পোশাক পরিয়ে  তা শো করা যায়। কোন ছবি বা মূর্তির মাথা না থাকলে ক্ষতির আওতায় পড়ে না। মহানবী () বলেছেন,
মূর্তি বা ছবি হল মাথাটাই। সুতরাং মাথা কেটে দেওয়া হলে সে ছবি বা মূর্তিতে সমস্যা নেই।” (সিঃ সহীহাহ ১৯২১ নং )  
 ✔ ৬০২ প্রশ্নঃ মূর্তি বা পুতুল তৈরির কারখানায় চাকরি করা বৈধ কি?
উত্তরঃ এমন কারখানায় চাকরি বৈধ নয়। বৈধ নয় এমন শিল্প ও ছবি নির্মাতাদের উপার্জন। যেহেতু ইসলামে তা হারাম, তার ব্যবসা হারাম, তাতে কোন প্রকার  সহযোগিতা করে চাকরি করা হারাম।
আল্লাহর রাসুল () সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উভয় সাক্ষদাতাকে অভিশাপ করেছেন। আর বলেছেন, “ পাপে ওরা সকলেই সমান।”  ( মুসলিম ১৫৯৮ নং )  
মদের ব্যপারে তিনি বলেছেন, ‘ মদ পানকারীকে, মদ পরিবেশনকারীকে, তার ক্রেতা ও বিক্রেতাকে, তার প্রস্তুতকারককে, যার জন্য প্রস্তুত করা হয় তাকে, তার বাহকে ও যার জন্য বহন করা হয় তাকে আল্লাহ অভিশাপ করেছেন।’  ( আবু দাউদ ৩৬৭৪, ইবনে মাজাহ ৩৩৮০ নং )
ইবনে মাজাহর বর্ণনায় আছে, ‘ তার মূল্য ভক্ষণকারীও ( অভিশপ্ত )’ ( সহিহুল জামে ৫০৯১ নং )
 ✔ ৬০৩ প্রশ্নঃ ছবি আঁকলে বা মূর্তি বানালে তা আল্লাহর সৃষ্টির সাথে টেক্কা দেওয়া হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি বাজ, পায়রা প্রভৃতি পাখিকে মমি করে বাড়িতে সাজিয়ে রাখলে দোষ আছে কি? যেহেতু তা ত মূর্তি নয়।
উত্তরঃ এ কাজ মূর্তি নির্মাণের সামিল নয় এবং আল্লাহর সৃষ্টিকে টেক্কা দেওয়া ও নয়। তবে তাতে অযথা প্রাণী হত্যা ও অপচয় রয়েছে এবং তা গৃহে মূর্তিস্থাপনের চরা পথ ও সূসদৃশ। তাই তা বৈধ নয়। ( লাজনাহ দায়েমাহ )
ছবি-মূর্তি বিষয়ে প্রশ্নোত্তর
  
নং
ছবি-মূর্তি  বিষয়ে প্রশ্নোত্তর
৫৯৬
  কোন প্রাণীর ছবি ও মূর্তি কেবল সৌন্দর্য বর্ধনের জন্য ঘরে স্থাপন করা বৈধ কি?
৫৯৭
  যে লেবাসে কোন প্রাণীর ছবি থাকে সে লেবাস পরা বৈধ কি?
৫৯৮
  ফটোগ্রাফের বা ক্যামেরার ছবিও কি হারাম?
৫৯৯
  ভিডিওর ছবিও কি জায়েয নয়?
৬০০
  বাচ্চাদের খেলনা পুতুলের ব্যপারে বিধান কি?
৬০১
  স্কুলের ছবি অঙ্কন বিষয়ক ক্লাসে প্রাণীর ছবি আঁকতে আদেশ করা হয়। সে ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা কি করতে পারে?
৬০২
  মূর্তি বা পুতুল তৈরির কারখানায় চাকরি করা বৈধ কি?
৬০৩
  ছবি আঁকলে বা মূর্তি বানালে তা আল্লাহর সৃষ্টির সাথে টেক্কা দেওয়া হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি বাজ, পায়রা প্রভৃতি পাখিকে মমি করে বাড়িতে সাজিয়ে রাখলে দোষ আছে কি?

admin by rasikul islam

Post a Comment

0 Comments