▌ইবাদাতের জন্য রজব মাস নির্দিষ্ট করার বিধান
·
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুফাসসির, মুহাদ্দিস ও উসূলবিদ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়,
বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ, মুফাসসির, মুহাদ্দিস ও উসূলবিদ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়,
“ওমরা, বা রোজা রাখা, বা অন্যান্য নেক আমলের মাধ্যমে রজব মাসকে নির্দিষ্ট করার হুকুম কী? আর অন্যান্য হারাম (পবিত্র) মাসের ওপর এই মাসের কি কোনো বিশেষত্ব আছে?”
উত্তর: “অন্যান্য পবিত্র মাসের ওপর রজব মাসের কোনো বিশেষত্ব নেই। এই মাসকে নির্দিষ্ট করা যাবে না; না ওমরার মাধ্যমে, আর না রোজা, নামাজ ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে। বরং এটা অন্যান্য পবিত্র মাসের মতোই। এ মাসের ফজিলত, এ মাসে নামাজ আদায় করা কিংবা রোজা রাখা সম্বন্ধে যত বর্ণনা এসেছে, সবগুলো দুর্বল; এগুলোর ওপর কোনো শার‘ঈ হুকুম প্রতিষ্ঠিত হতে পারে না।”
·
তথ্যসূত্র: www.youtube.com/watch?v=7UrQCvTYjKM।
তথ্যসূত্র: www.youtube.com/watch?v=7UrQCvTYjKM।
0 Comments