অনলাইনে 'ইলম অর্জন__

অনলাইনে 'ইলম অর্জন
.সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য, মাসজিদুল হারাম ও মাসজিদে নাবাউয়ীর সম্মানিত মুদার্রিস, প্রখ্যাত মুহাদ্দিস, মুসনিদ, ফাক্বীহ ও উসূলবিদ, আশ-শাইখুল ‘আল্লামাহ ড. সালিহ বিন আব্দুল্লাহ বিন হামাদ আল-‘উসাইমী (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৯১ হি.] বলেন:

.
নিশ্চয়ই, এই 'ইলমের ভিত্তি প্রতিষ্ঠা যার ব্যাপারে আমরা বলছি, এটির পরিবেশ রয়েছে। এই পরিবেশ হলো একটি স্থান যেখানে 'ইলমের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এবং এটি দুই ধরণের: এগুলোর একটি হলো মৌলিক এবং অপরটি শাখাগত। মৌলিক স্থানটি হলো মাসজিদ। এটাই নাবাউয়ী শিক্ষার প্রারম্ভ। সহীহ মুসলিমে আ’মাশের হাদীসে, আবূ সালিহ হতে, আবু হুরাইরাহ (رضي الله عنه) হতে, নাবী বলেন, ‘যখন কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোন একটি গৃহে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সাথে মিলে (কুরআন) অধ্যয়নে লিপ্ত থাকে...’। (সহীহ মুসলিম, হাদীস নংঃ ২৬৯৯)। আর দ্বিতীয় ধরণের ব্যাপারটি হলো, এটি পরবর্তীতে ঘটে 'ইলম অর্জনের স্থানগুলো থেকে যেমন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, কলেজ এবং বাড়ি। এগুলো সব 'ইলমের ভিত্তি প্রতিষ্ঠার পরিবেশ। এবং সম্প্রতি, তৃতীয় প্রকার পরিবেশ অস্তিত্বমান হয়েছে, সেটি হলো? ভার্চুয়াল জগত যার মধ্যে রয়েছে ইন্টারনেট এটির বিভিন্ন চ্যানেলগুলোর মারফতে, সেটি টুইটার হোক অথবা ফেইসবুক অথবা অন্যান্য। এবং এটি অন্য জগত, যা আমার মতে মাকড়শার ঘর থেকেও দূর্বল। ওয়েবে গড়ে ওঠা কিছু যা এমন কারো দ্বারা উপস্থাপিত হয় যে অনুপস্থিত, এটির দূর্বলতা রয়েছে। তবে, এর মধ্যে কিছু উপকার রয়েছে, কিন্তু যে প্রথমটি করতে সক্ষম, তার ক্ষেত্রে এটি প্রাধান্য পাবে, পরবর্তীতে দ্বিতীয় মাধ্যমটি। তৃতীয় মাধ্যমের ব্যাপারটি হলো, যদি এর প্রয়োজন শুধু তখনই (এটি গ্রহণ করবে)। অন্যথায়, তাকে অবশ্যই সরাসরি ‘ইলম নিতে হবে।
.উৎস:
 https://youtu.be/xASUTXlTYUQ
.
অনুবাদক: মুহাইমিনুর রহমান স্নিগ্ধ
fb.com/SunniSalafiAthari
 

আমাদের ওয়েব সাইটঃ- https://rasikulindiaa.blogspot.com/

আমাদের ওয়েব সাইটঃ-   https://salafi-pdfbooks.blogspot.com/

আমাদের ওয়েব সাইটঃ  https://salafimp3web.blogspot.com/

Post a Comment

0 Comments