সহিহ, হাসান ও জইফ হাদিসের পরিচয়......।।


সহিহ, হাসান ও জইফ হাদিসের পরিচয়
❑ ক. প্রশ্ন: সহিহ হাদিস কাকে বলে?
সহিহ শব্দের অর্থ: শুদ্ধ, নির্ভুল, সুস্থ, সঠিক, সত্য, প্রকৃত ইত্যাদি।
আর পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার আসকালানি বলেন,
هو ما نقله العدل تام الضبط متصل السند غيرمعلل ولا شاذ
“যে হাদিস মুত্তাসিল (অবিচ্ছিন্ন) সনদ পরম্পরায় বর্ণিত হয়, রাবী (বর্ণনাকারী) আদিল (সততা ও ন্যায়-নীতিমান) ও পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী হয় এবং সনদটি শায (অধিক নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিপরীত নয়) কিংবা মুআল্লাল (হাদিসের মূল মতন গোপন ত্রুটি যুক্ত) নয়-এমন হাদিস কে সহিহ বলে।
মোটকথা, হাদিস সহিহ হওয়ার জন্য ৫টি শর্ত থাকা আবশ্যক। যথা:
◍ ১. অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় বর্ণিত হওয়া। অর্থাৎ এমন অবিচ্ছিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত হওয়া যে বর্ণনা সূত্রের কোথাও একজন বর্ণনাকারীও বাদ পড়ে নি।
◍ ২. বর্ণনা সূত্রের প্রত্যেক বর্ণনাকারী সততা, আদর্শ ও ন্যায়-নীতিতে প্রশ্নাতীত থাকা।
◍ ৩. বর্ণনাকারী পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী হওয়া অর্থাৎ হাদিস আয়ত্ত বা সংরক্ষণের কোনও ত্রুটি না থাকা- চাই তা মুখস্থ রাখার ক্ষেত্রে হোক বা লিখে রাখার ক্ষেত্রে হোক।
◍ ৪. শায না হওয়া অর্থাৎ হাদিস বর্ণনাকারীর বর্ণনা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বর্ণনাকারীর বিপরীত না হওয়া।
◍ ৫. হাদিস বিশ্লেষকদের দৃষ্টিতে হাদিসের মতনে কোন ধরণের সূক্ষ্ম ত্রুটি-বিচ্যুতি ধরা না পড়া।
❑ খ. প্রশ্ন: হাসান হাদিস কাকে বলে?
উত্তর:
হাসান শব্দের অর্থ: সুন্দর, ভালো, চমৎকার, উত্তম ইত্যাদি।
এর পারিভাষিক অর্থ হল, যে হাদিসের মধ্যে সহিহ হাদিসের সকল শর্ত যথাযথভাবে পাওয়া যাবে একটি শর্ত ছাড়া। তা হল, হাদিস সংরক্ষণ। অর্থাৎ বর্ণনাকারীর হাদিস সংরক্ষণের ক্ষেত্রে সহিহ হাদিসের তুলনায় কিছুটা ঘাটতি থাকবে।
الحديث الحسَن لذاته هو: "ما اتَّصل إسنادُه، بنَقل عدلٍ، قَلَّ ضبطه، غير شاذٍّ، ولا معلولٍ
ইবনে হাজার আসকালানি বলেন,
هو والصحيح سواء، إلَّا في تفاوت الضَّبط؛ فراوي الصَّحيح يشترط أن يكون مَوصوفًا بالضَّبط الكامِل، وراوي الحسن لا يُشترط أن يَبلغ تلك الدَّرجة
“হাসান এবং সহিহ হাদিস সমপর্যায়ের স্মৃতিশক্তি বা হাদিস সংরক্ষণের ক্ষেত্রে পার্থক্য ছাড়া। সহিহ হাদিসের বর্ণনাকারী পূর্ণাঙ্গ স্মৃতিশক্তি বা হাদিস সংরক্ষণের বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া শর্ত কিন্তু হাসান হাদিসের বর্ণনাকারী সে স্তরে পৌঁছা‌ শর্ত নয়।” [আল আসইলাতুল ফাইকা, হা/৬৪-alukah]
মর্যাদার দিক দিয়ে হাসান হাদিস সহিহ হাদিস থেকে একটু কম মর্যাদা সম্পন্ন তবে গ্রহণযোগ্য। অন্য ভাষায়, হাসান হাদিস সহিহ ও জইফের মাঝামাঝি পর্যায়ের হাদিস।
❑ গ. প্রশ্ন: জঈফ হাদিস কাকে বলে?
উত্তর:
জইফ শব্দের অর্থ: দুর্বল, ক্ষীণ, অপারগ, অক্ষম ইত্যাদি।
الحَدِيثُ الضَّعِيفُ: مَا فَقَدَ أَحَدَ شُرُوطِ الحَدِيثِ الصَّحِيحِ: أي: كل حديث لم تجتمع فيه شروط الحديث الصحيح، وكذا لم تجتمع فيه شروط الحديث الحسن، فهو ضعيف
“যে হাদিসে সহিহ হাদিসের কোনও একটি শর্ত অনুপস্থিত।” অর্থাৎ যে হাদিসে সহিহ হাদিসের শর্তাবলী একসাথে পাওয়া যায় না, অনুরূপভাবে যাতে হাসান হাদিসের শর্তাবলী একসাথে পাওয়া যায় না তাকেই জইফ (দুর্বল) হাদিস বলে।” [মুকাদ্দামায়ে ইবনুস সালাহ, ৪১ পৃষ্ঠা]
পড়ুন:
প্রশ্ন: যঈফ/দুর্বল কাকে বলে এবং দুর্বল হাদিস কি আমল যোগ্য?
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

Post a Comment

0 Comments