Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

যঈফ/দুর্বল কাকে বলে এবং দুর্বল হাদিস কি আমল যোগ্য?



প্রশ্ন: যঈফ/দুর্বল কাকে বলে এবং দুর্বল হাদিস কি আমল যোগ্য?

যঈফ অর্থ দুর্বল। যে হাদিসের মধ্যে সহিহ হাদিসের শর্তাবলী থেকে এক বা একাধিক শর্তের ঘাটতি রয়েছে সেটিকে যঈফ হাদিস বলা হয়। যেমন সনদ বা বর্ণনা সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা, বর্ণনাকারী عدل ন্যায়পরায়ণতা, দীনদারি, তাকওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়া অথবা এটা প্রমাণিত হওয়া যে, বর্ণনা কারী হাদিস যথার্থভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে- তা স্মৃতি বিভ্রাটের কারণে হোক বা তার কাছে সংরক্ষিত হাদিসের কিতাবগুলো কোন কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে হোক।
এটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাই হাদিস শাস্ত্রের বিদগ্ধ মুহাদ্দিসগণ সার্বিক দিক চুলচেরা বিশ্লেষণ করে কোনও হাদিস সহীহ না কি যঈফ সে বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন।

🔰 দুর্বল হাদিস অনুযায়ী কি আমল করা বৈধ?/ফযিলতের ক্ষেত্রে কি দুর্বল হাদিস গ্রহণযোগ্য?

দুর্বল হাদিস সাধারণভাবে অগ্রহণযোগ্য। তবে কিছু মুহাদ্দিস কতিপয় শর্ত সাপেক্ষে দুর্বল হাদিসের উপর আমল করার বৈধতার পক্ষে মত দিয়েছেন। যেমন:
- যদি হাদিসটি অতিরিক্ত দুর্বল না হয়,
- বা শরিয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়,
- বা হালাল-হারাম সংক্রান্ত না হয় তাহলে দুর্বল হাদিসের প্রতি আমল করা জায়েজ রয়েছে। অন্যথায় জায়েজ হবে না।

ইমাম মুসলিম, ইমাম আলবানি সহ আরও বহু আলেম কোন ধরণের যঈফ হাদিসের প্রতি আমল না করার পক্ষে মত দিয়েছেন। এটিই অধিক অগ্রাধিকার যোগ্য মত ইনশাআল্লাহ।
অপরপক্ষে একদল মুহাদ্দিস পূর্বোক্ত শর্তাবলী সাপেক্ষে ফযিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার বৈধতার পক্ষে মত দিয়েছেন। এদের মতে ফযিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস আমলযোগ্য। যেহেতু তা ইসলামের হালাল-হারাম ইত্যাদি বিধিবিধান সংক্রান্ত নয়।
কিন্তু প্রথম মতটি অধিক অগ্রাধিকার যোগ্য। অর্থাৎ যঈফ হাদিস কখনোই আমলযোগ্য নয়। চাই তা হালাল-হারাম সংক্রান্ত হোক, চাই ফযিলত সংক্রান্ত হোক। কেননা, উক্ত দুর্বল হাদিসটি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুমোদিত কি না সেটাই সন্দেহ পূর্ণ। সুতরাং বিশুদ্ধ সূত্রে সুসাব্যস্ত হাদিস (সহীহ বা হাসান হাদিস) ছাড়া সন্দেহ পূর্ণ যঈফ হাদিস আমলযোগ্য হতে পারে না।
প্রকৃতপক্ষে আমলের ফযিলতে যত সহীহ হাদিস বিদ্যমান রয়েছে একজন মুসলিম যদি সারা জীবন সেগুলোর প্রতি আমল করে তারপরও তা শেষ করতে পারবে না। তাহলে যঈফ বা দুর্বল হাদিসের দিকে যাওয়ার প্রয়োজন কি?
আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানি)
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আর 

Post a Comment

0 Comments