✔ ২৩৭. প্রশ্নঃ রমযানের দিনের বেলায় যদি কোন সায়িম প্রথমে কিছু খেয়ে রোযা নষ্ট করার পর স্ত্রী সহবাস করে, তাহলে কি তার কাফফারা লাগবে না?
🎤উত্তরঃ যদি মুসাফির হয়, তাহলে তাঁর জন্য বৈধ। তাকে কাফফারা লাগবে না। কিন্তু বাড়িতে থাকা অবস্থায় এমন ছল-বাহানা করে স্ত্রী-সহবাস করলে কাফফারা থেকে রেহাই পাবে না। বরং এমন মানুষের গোনাহ বেশী।
0 Comments