✔ ২৩৫ প্রশ্নঃ সারাদিন রোযা থাকার পর ইফতারের পাঁচ মিনিট আগে মাসিক দেখা দিল, সেদিনের রোযাটা বরবাদ যাবে কি?
উত্তরঃ ফজর উদয়ের পর হতে সূর্য ডোবার আগে পর্যন্ত সময়ে মাসিক শুরু হলে রোযা নষ্ট হয়ে যাবে।
উত্তরঃ ঋতু থাকা অবস্থায় পারে। সেহেরী খেয়ে সকালে খুন দেখলে সারাদিন সে পানাহার করতে পারে। কিন্তু ঋতু বন্ধ হয়ে গেল আর পানাহার করতে পারে না। যেমন সেহেরীর সময় খুন দেখে সকালে পবিত্রতা লক্ষ্য করলে সারাদিন পানাহার করতে পারে না।
0 Comments