Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔ প্রশ্নঃ এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেহেরী খেল। তাঁর রোযা কি শুদ্ধ হবে?

✔ ২০৩ প্রশ্নঃ এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেহেরী খেল। অতঃপর জানতে পারল যেতাঁর খাওয়াটা ফজরের আযানের পর হয়েছে। সুতরাং তাঁর রোযা কি শুদ্ধ হবে?
উত্তরঃ আযান সঠিক সময়ে হয়ে থাকলে এবং সে আযান হয়ে গেছে---এ কথা না জানলে তাঁর রোযা শুদ্ধ। কারণ অজান্তে বা ভুলে অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেললে রোযার ক্ষতি হয় না।
মহানবী () বলেছেন, “যে সায়িম ভুলে গিয়ে পানাহার করে ফেলেসে যেন তাঁর রোযা পূর্ণ করে নেয়। এ পানাহার তাকে আল্লাহ্ই করিয়েছেন।
২৬৮ (বুখারি ১৯৩৩মুসলিম ১১৫৫আবূ দাঊদ ২৩৯৮তিরমিযীদারেমীইবনে মাজাহ ১৬৭৩দারাকুত্বনীবাইহাক্বী ৪/২২৯আহমাদ ২/৩৯৫৪২৫৪৯১৫১৩ )
আসমা বিন্তে আবী বাকর (রঃ) বলেন, “নবী () এর যুগে একদা আমরা মেঘলা দিনে ইফতার করলাম। তারপর সূর্য দেখা গেল।” 
২৬৯ (বুখারী ১৯৫৯আবূ  দাঊদ ২৩৫৯ইবনে মাজাহ ১৬৭৪ নং)
 এই অবস্থায় রোযা কারা করার নির্দেশ দেওয়া হয়নি। তাঁর মানে রোযা শুদ্ধ।

Post a Comment

0 Comments