Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔ প্রশ্নঃ চোখ বা কানে ঔষধ দিলে কি রোযা ভেঙ্গে যায়? ✔ প্রশ্নঃ বমি করলে কি রোযা ভেঙ্গে যায়?

✔ ২০৪ প্রশ্নঃ  চোখ বা কানে ঔষধ দিলে কি রোযা ভেঙ্গে যায়?
উত্তরঃ চোখ বা কানে ঔষধ দিলে রোযা ভাঙ্গে না। কারণ চোখ ও কান খাদ্যনালী নয় এবং সে ঔষধও কোন খাবারের কাজ করে না। তবে সন্দেহ হলে তা রাতে ব্যবহার করার পূর্বসতর্কতামূলক কর্ম। 
২৭০ (লাহনাহ দায়েমাহ)
 ✔ ২০৫ প্রশ্নঃ বমি করলে কি রোযা ভেঙ্গে যায়?
উত্তরঃ ইচ্ছাকৃত বমি করলে রোযা নষ্ট হয়ে যায়। মহানবী () বলেন, “রোযা অবস্থায় যে ব্যক্তি বমনকে দমন করতে সক্ষম হয় নাতাঁর জন্য কাযা নেই। পক্ষান্তরে যে ইচ্ছাকৃতভাবে বমি করেসে যেন ঐ রোযা কাযা করে।” 
২৭১ (আহমাদ ২/৪৯৮আবূ দাঊদ ২৩৮০তিরমিযী ৭১৬ইবনে মাজাহ ১৬৭৬সঃ জামে ৬২৪৩ নং)

Post a Comment

0 Comments