#🤲আসছে পবিত্র রমজান ২০২১☪ 🔴কী কী কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়? 🔴
🔴 নিম্নোক্ত যে কোন কারণ দেখা গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে :
☪১. ইচ্ছা পূর্বক পানাহার ও ধুমপান করা।
☪২. স্বেচ্ছায় বমি করা
☪৩. স্বামীস্ত্রীর মিলন
☪৪. বৈধ অবৈধ যে কোন প্রকার যৌনক্রিয়া।
☪৫. পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন- ইনজেকশান বা রক্ত গ্রহণ করা।আর তা এমন ইনজেকশান যার মাধ্যমে খাবার সরবরাহ করা হয়।
☪৬. মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাব
☪৭ শিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা।[সুনানে আবু দাউদ (২৩৬৭), আলবানী সহিহ আবু দাউদ গ্রন্থে (২০৪৭) হাদিসটিকে সহিহ বলেছেন]
☪২.[সুনানে তিরমিযি (৭২০), আলবানী সহিহ তিরমিযি গ্রন্থে (৫৭৭) হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন]
🔴কী কী কাজ করলে সিয়াম ভঙ্গ হয় না? অথবা সিয়াম অবস্থায় কী কী কাজ বৈধ? 🔴
🔴সিয়াম অবস্থায় নিম্নোক্ত কাজ করলে সিয়ামের কোন ক্ষতি হবে না :
☪ ১] শুধুমাত্র রোগ আরোগ্যের জন্য যে ইনজেকশান দেয়া হয়।
☪ ২] কুলি করা, নাকে পানি দেয়া। তবে গড়গড়া করবে না। নাকের খুব ভিতরে পানি টান দিয়ে নেবে না।✍তিরমিযী : ৭৮৮
☪ ৩] মিসওয়াক করা, মাজন ও টুথপেস্ট ব্যবহার করতে পারবে।তবে গলার ভিতর যাতে না ঢুকে সে জন্য সতর্ক থাকতে হবে।✍বুখারী : ৭২৪০
☪ ৪] গরম থেকে বাঁচার জন্য মাথায় শীতল পানি দেয়া, গোসল করা, ভিজা কাপড় গায়ে জড়িয়ে রাখা।✍আবূ দাঊদ : ২৩৬৫
☪ ৫] জিহবা দিয়ে খাদ্য বা তরী-তরকারীর স্বাদ দেখা।✍ইবনে আবী শাইবা- ৩/৪৭
☪ ৬] সুরমা ব্যবহার, চোখে বা কানে ঔষধ ব্যবহার।✍ (বুখারী : ১৯২৯
☪ ৭] স্ত্রীকে স্পর্শ করা।✍বুখারী : ১৯২৭
☪ ৮] রাত্রিবেলায় স্ত্রী সহবাস করা।✍বুখারী : ১৯২৬; মুসলিম : ১১০৯)
☪ ৯] কোন কিছুর ঘ্রাণ নেয়া। তবে ধুমপান, আগরবাতি ও চন্দন কাঠের ধোঁয়া বা ধুপ গ্রহণ করবে না।
☪ ১০] সিংগা লাগানো।✍বুখারী : ১৯৩৮)
☪ ১১]রক্তদান করা_ পরীক্ষার জন্য কিছু রক্ত দেওয়া রোযাদারের জন্য বৈধ। এতে তার রোযার কোন ক্ষতি হয় না।✍ (রিসালাতানি মু’জাযাতানি ফিয যাকাতি অস্সিয়াম ২৪পৃঃ, ফাসিঃ মুসনিদ ৫৩পৃঃ, ফাতাওয়া মুহিম্মাহ, তাতাআল্লাকু বিস্সিয়াম ৩৪পৃঃ)
তদনুরূপ কোন রোগীর প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে রক্তদান করাও বৈধ এবং তা দেহ থেকে দূষিত রক্ত বের করার মতই। এতেও রোযার কোন ক্ষতি হয় না।✍ (দ্রঃ আহকামুস সাওমি অল-ই’তিকাফ, আবূ সারী মঃ আব্দুল হাদী ১৩৮পৃঃ)
☪ ১২] দেহের কোন কাটা-ফাটা অঙ্গ থেকে রক্ত পড়লে রোযা নষ্ট হয় না ✍দ্রঃ আহকামুস সাওম ১৩৬-১৩৮পৃঃ)
☪ ১৩] পায়খানা-দ্বারে ওষুধ ব্যবহার (যা বৈধ) ✍ আশ্শারহুল মুমতে’ ৬/৩৮১)
আরো যে সব কারণে রোযা ভঙ্গ হয়না তা হল :
☪১ ভুলক্রমে কোন কিছু পানাহার করলে।
☪২ ভুলক্রমে যৌনসম্ভোগ করলে।
☪৩ স্বপ্নদোষ হলে।
☪৪ স্ত্রীর দিকে দৃষ্টিপাতের দরুন বীর্যপাত হলে।
☪৫ তেল মালিশ করলে।
☪৬ শিঙ্গা লাগালে।
☪৭ সুরমা লাগালে।
☪৮ স্ত্রীকে চুম্বন করলে।
☪৯আপনা আপনি বমি হলে।
☪১০ মূত্রণালীতে ঔষধ দিলে।
☪১১ কানে পানি গেলে।
☪১২ ধূলা প্রবেশ করলে।
(বুখারী: ১৯৩৩; মুসলিম: ১১৫৫), (দারাকুতনী: ২৪; বায়হাকী: ৭৮৬৩), (ইবন মাজা : ২০৪৫),(আবূ দাঊদ : ২৩৮০)
https://sarolpoth.blogspot.com/2020/01/blog-post_78.html
0 Comments